নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোদের ভ্রুকুটিকে কোন কালে
করেনিকো ভয়,
মাথা চেড়ে সদা দাড়া স্বীয় বলে
বিপ্লবী কথা কয়!
হয়নি ওদের ভয়, হয়না আজও ভয়।
তোদের রক্ত চক্ষু দেখে ভয় কবি
পায়নি কোন কাল,
চেতনায় তোলা যাদের চির বিপ্লবী
উদ্দামি মহা পাল।
ওরা তেজী সূর্য কিরণ মহাকাল!
তোরা কে, কে তোরা?
কে দেয় সাহস দোল?
চির বিপ্লবের দেশে কারা
করবি শূন্য আমার মাতৃ কোল?
তোরা শ্যামল ছায়া ঘুচায়ে আনবি
মহা কালো, কালিমা,
করবি তাণ্ডব ডুবায়ে সত্য সুখের
প্রতিমা!
তোরা ভাঙবি আমার পাখির
ডানায় রঙিন স্বপ্ন আঁকা?
৭১ কে আনবো ডেকে করবো
পাণ্ডুর তোদের মেরুদণ্ড বাঁকা!
মরেনি বিপ্লব, ডুবে নাই তার
দল,
ঘুচাতে কালিমা বিপ্লব জাগবে,
জাগবে তরুণ বল!
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০১৭ রাত ১১:৫৯
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন +। ভালো লাগলো