নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

**তুমি কে, কে তুমি?**

১৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ১১:৪২


দ্রোহের দাহন তেজে দাবানল দাউ দাউ করে,
বর্ষায় অগ্নিস্ফুলিঙ্গ!
কোন অভিপ্রায়ে তুমি দিলে রণে প্রাণ,
করতে তারতম্য প্রথা ভঙ্গ!
মূর্ছিত আমি অজ্ঞাত তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!

দিলে না আমায় ধরা শুধু করে
গেলে গানে অভিনয়,
বলে গেলে শুধু “গ্রহরাজ তপন কি ডুবে
ধরায় পুনরায় উদ্রেক হওয়ার জন্য নয়?”
বলে যাই আমি পুনরায়,
মূর্ছিত আমি অজ্ঞাত তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!

কি সেই গ্রহরাজ তপন, কি সেই সত্য
করেছো গোপন?
কেন ছিল সে সুরে সম্মোহনী সুর,
কেন সে সুর লাখো বিপ্লবীরে
করেছে মোহন?
কি করে জেগেছিল সে অংশুমালী
বার বার করতে অসমকে দাহন?
সত্যিই মূর্ছিত-মহামূর্খ আমি অজ্ঞাত
তোমাকে বুঝতে।
তুমি কে, কে তুমি?
চক্ষু আমার অদম্য সেই সত্য জানতে!

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:১১

বিজন রয় বলেছেন: অনেক উঁচুমানের কবিতা।

দ্রোহ
বিপ্লব
সম্মোহন।

সুন্দর।

ছবিটির লোকটির প্রতি বিনম্র শ্রদ্ধা।
অগ্নিযুগের সারথী।

২| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৮

অতঃপর হৃদয় বলেছেন: ভাষা গুলো উচ্চমানের। কবিতা ভালো ছিল।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৭ দুপুর ২:৩০

ধ্রুবক আলো বলেছেন: অনেক উচ্চ মানের কবিতা+ +
খুব ভালো লাগলো

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.