নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

মায়াবিনী দুঃখ পদ্মফুল

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:১৯


পর্ব-১
বাবার মৃত্যু


মাধবী কোমল ফুল ফোটে রোজ
মধু মাধবীতে করে ভুর,
দিব্য কর্ণে শুনে যায় সে রোজ
সুললিত মৌমাছিরই সুর।

ভগ্ন চিলেকোঠাতে জন্মে বালক
চিলেকোঠাতেই করে বাস,
চিরাগত তার অভাব ছিল, দুঃখ
তারে দেয়নাতো অবকাশ!

বাবার চিত্তে মায়াবিনী সুর
ফোটে দুঃখ পদ্মফুল,
ঘুমেতে জড়ায় কুহেলি কাপড়
ক্ষুদ্র মাণিক মৃদুল!

গৃহের পাশে মায়াবিনী বন
থেকে আসছে, প্রকট হিমেল বায়ু,
রাত্রি আনে হিম ঘনাঘন,
সে চিন্তায় বাবা করছে লঘু আয়ু!

কিন্তু বৃথাই সব কিছু তার,
করতে কি আর পারে?
সমাজ তারে করছে বিকার
ন্যায্য নেইকো কেড়ে!

প্রতিদিন দেয় গাধার শ্রম,,,,,,
পায়না পারিশ্রমিক,
অভাব ও তার রোজ নেয় দম
গুনতে নতুন ক্রমিক!

বাবা তারে বাসতো ভাল নিজের চাইতে অধিক
তথা প্রাণের চাইতে বেশি,,,,
কিন্তু সেতো তুলতো না মুখ,
মাণিকরে তার সেতো করতে পারেনি খুশি!!!

রোজ রাতে সে একা কাঁদে নিরালায়
কাঁদে মায়া স্বপনের ফাঁকে,
মাণিক না তার করে কতই আশাই
দেখে বাবার বদন দিকে!!

মাণিক ও তার বড্ড শুভ
বুঝেগো বাবার সব,
সঞ্চারেসে মহা সুখী ভাব
করেনাকো কলরব!

কিন্তু দিনেক বায়না ধরে
বাবার গলায় ঝুলে,
“দিবে তো আমায় গালিটা এনে
সালা দিন যেটা ঘুলে?”

সেই শোচনেই সহসা করলো বসে
এক প্রভাতে চুরি,
প্রভাত প্রাতেই আঁটল দরী বাঁশে
মহৎ গৃহস্থে ধরি!

ঘায়ের পরে ঘা মেরেছে,
করেছে গো কশাঘাত,
সেই আঘাতেই বাবা মরেছে,
ওই দিনের ওই রাত!

স্বভাবের চোঁর ছিল নাকো বাবা
অভাবে করেছে চুরি,
তারি শুল্ক বইলো গো বাবা,
দেখে নাকো আর ফিরি!

মুক্তো অম্বর তলে থাকেগো মানুষ
পারেনাকো নিতে শ্বাস,
সবল শ্রেণী ঢালছে গো বিষ,
করছে সর্বগ্রাস!

মাণিক কাঁদে লাশের পাশে
কাঁদে সাথে তার মা,
দেবঞ্জনা হায় ধুয়ে আসে
কেঁদে যায় প্রতিমা!

স্বামীরে আজ হচ্ছে মনে
অনেক অনেক স্বার্থপর,
জমছে ব্যথা হিয়ার কোণে
করে গেল কেন পর?

লাশের দাফন কেউ করেনা
বাবা চুরি করেছিল তায়,
মাণিক বাজায় বিষের বীণা
মাতৃ কবর খুবলে যায়!

কাফন ছাড়া দাফন শেষে
ধরল মোনাজাত,
মাণিক ক্রন্দন আসছে ভেসে
কাঁদছে দিবারাত!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৬

Al Rajbari বলেছেন: ভাল লাগলো..!

২৩ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৫১

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ

২| ২৩ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪৪

ধ্রুবক আলো বলেছেন: ছন্দে ছন্দে খুব সুন্দর লিখেছেন।
শেষের দিকে ভালো আবেগ মিশ্রিত +

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ

৩| ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:০০

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
ছন্দের যাদুকর। খুব সুন্দর লিখেছেন ।

২৪ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৩

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.