নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

হাওর কান্না

২৫ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৪৭


অভ্র ভেদী কংক্রিট ও দেয়ালে গড়া দালানের
সঙ্কীর্ণ জানালার ফাঁকেতে দেখা যাচ্ছে মহা বিশালতা,
নীলিমার নীলের মাত্র একটুকরো নীলের ছোঁয়া
এবং দেখা যাচ্ছে মেঘমাল্যের সারি করা
দৌড় খেলা।

ঈশান কোণ থেকে ধেয়ে আসা শো শো শব্দ
এবং ভারী বর্ষণ দেখে হয়তো কারো
কবি হওয়ার শখ।

কেউ বা গাইছে গান ঝরো ঝরো মুখর বাদল দিনে।
কিন্তু এটাতো বাদল বর্ষায় প্রণয় কবিতা লেখা শুধুই
কবি চেতনা উদ্রেক করার বাদল নয়,
এটাতো সর্বগ্রাসী প্রলয় বাণ!

এই বাণ নজরুলের গাওয়া অন্যায়ের বিপরীতে থেকে
অন্যায় ভাসানো প্রলয় গান গাওয়া বাণ নয়।
এটাতো হাওরের কৃষকের কান্নার বর্ষণ,
বাণ কৃষকের গ্রাস কেড়ে নিয়ে যাচ্ছে,
ফসল ভাসছে হিন্দোল দোল দোল খেলা করে
বাণের জলে!

তবুও আমরা প্রেমের কবিতা রচনায় কর্ম ব্যস্ত!
সত্যিই আমরা সভ্য নগরবাসী সুশীল সমাজে
অভ্র ভেদী দালানে বসে বর্ষার প্রণয় কবিতা
লিখতেই সক্ষম, হাওর কান্না বুঝতে নয়!

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমসাময়িক কবিতা খুব ভাল হয়েছে

আসলেই আমরা নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকি।

এই বিষয়টা আজো দেখলাম না ফেবুতে বা অন্যখানে ইস্যু হতে । অথচ কত তুচ্ছ বিষয়ে ইস্যু হয় আর মানুষ এ নিয়ে লাফালাফি করে আফসোস :( মানবতা ধূলায় লুটায়

২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৩:৫৮

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দিদি

২| ২৫ শে এপ্রিল, ২০১৭ বিকাল ৪:৪১

সালমান মাহফুজ বলেছেন: হাওরের কান্না নিঃশব্দেই ঝরছে ! ওসব নিয়ে কারুর মাথাব্যথা নাই !

৩| ২৫ শে এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ধ্রুবক আলো বলেছেন: এই বাণ নজরুলের গাওয়া অন্যায়ের বিপরীতে থেকে
অন্যায় ভাসানো প্রলয় গান গাওয়া বাণ নয়।
সুন্দর লিখেছেন +

২৬ শে এপ্রিল, ২০১৭ দুপুর ১:৩০

রাফিন জয় বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.