![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পর্ব-৩
মাণিক ও মার মৃত্যু
মহা নীলে আমি দেখি হেমবর্ণের
বর্ণমালা ক্যানভাস স্বপ্ন রঙ্গে আঁকা,
পাঠশালা এই নিষ্ফল ললাট গড়নের
হইনি কখনো দেখা!
স্বপ্ন আমার অবিনাশী থাকে
হিয়ার একটি কোণে,
মায়ার স্বপন ছাড় দেয়না দেখে
সময় একটু পেলে।
কিন্তু বৃথাই সব যে আমার
করতে কি আর পারি,
সর্বহারার জাত যে আমার
সব খেলাতেই হারি!
বিদ্যালয়ে টাকার খেলা
মহা শিক্ষায় নাই ছাড়,
খাবার জোটেনা যার দুবেলা
শিক্ষা দিয়ে করবে কি উদ্ধার?
বাবা মরেছে বছর পাঁচেক
মা'ই কেবল মন,
কিন্তু সমাজ আমার অনেক
নির্দয় প্রতিক্ষণ!
পুরুষতন্ত্র উঁচুতে বসে
করে খালি ফরমান
পারলে চুষে, ধমনী রসে
নিয়ে যায় পুরো প্রাণ!
কিন্তু আমরা করব কি আর
অভ্যাসেরই দাস,
তাই নিলাম আজকে তুলে বিষের
পূর্ণ গ্লাস!
প্রথমে একটু করলো জ্বালা
পরে সব শান্ত,
কিন্তু মা তো সইতে জ্বালা
প্রাণ করে ক্ষান্ত!
নাইকো কাঁদার কেউ আমাদের
মাটি চাপা দেয় ফেঁসে,
সমাজ আমায় দেয়নিকো কিছু
সবটা খেয়েছে গ্রাসে!
©somewhere in net ltd.
১|
২৬ শে এপ্রিল, ২০১৭ রাত ১১:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +