নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শৈত্য ঋতুর প্রতি এক কুহেলী
প্রভাত, ঊষার ম্লান আলো মন্থর
গতিতে ঘুচাতে শুরু করে উদিত
উজ্জ্বল রবির দীপ্তিচ্ছটায় শিউলি
ফুলের বদনে শিশির বিন্দু হীরকের
মত উজ্জ্বল বিম্ব ছড়ায় যখন,
ঠিক তখনি শোনা যায় তব
সুরেলা লালিত কোকিল কণ্ঠে
গান!
তব কণ্ঠে মন্ত্র মুগ্ধের মত, যেন
সম্মোহিত হয়ে কুহেলী প্রভাতের
তীব্র শৈত্য উপেক্ষা করে দাড়িয়ে
থাকি তোমার গৃহের সম্মুখের
কৃষ্ণচূড়া বৃক্ষ তলায়!
ভাগ্যের আনুকূল্যতার বশত
কখনো বা পাই দেখতে তোমা বিরল
চন্দ্র বদন!
সবটাই পারি করতে, “ওহে মম
স্বপ্ন অপ্সরী, মায়া স্বপনের মাঝে,
বিরলে স্বীয় চিত্তের অজ্ঞাতসারেই
বলি, তোমা ভালবাসি!”
[সবটাই কল্পনা! ]
২| ২০ শে মে, ২০১৭ দুপুর ১:২১
সেলিম আনোয়ার বলেছেন: ওহে মম
স্বপ্ন অপ্সরী, মায়া স্বপনের মাঝে,
বিরলে স্বীয় চিত্তের অজ্ঞাতসারেই
বলি, তোমা ভালবাসি!”
সুন্দর
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৭ দুপুর ১২:০৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +