![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রক্ত মম ক্ষীণ করে হিংস্র হেন
সমাজ নামের বীণ!
অবলা দেহের মাংসে নাই প্রাণ,
ওরা সদাই সত্তাহীন!
মনুষ্য মানে শুধুই পুরুষ,
নয় কেহ আর অন্য,
তাই তো নারী, নয় মানব প্রাণী,
নিছক ভোগের পণ্য!
রোজ ভোরে জাগে রাঙ্গা প্রভাত,
দিবস রাঙ্গায় অংশুমালী,
কিন্তু সদা গহিন নিশার আঁধার
নারীর প্রাণ প্রণালী!
নারী-নারী, শঙ্কা কর তব বিদীর্ণ
থেকনা ত্রস্ত হেন রুগ্ন,
পুরুষতান্ত্রিক সমাজ মম তব
করবে না হয় নগ্ন!
হায়নার দল খাবলায় আহার
নারীর দেহে, নারীর সর্ব প্রাণে,
ক্রিস্টাল চুড়ি ভাঙ্গে দানব,
হানবে থাবা প্রাণে!!!
দেহ তব তীক্ষ্ণ তেঁতুল, ঝরায়
সব পুরুষের লালা,
ঝরে না যাদের, এই সমাজে
পহায় তারা জ্বালা!
তত্র আমি নইকো পুরুষ চাই না
তথা হতে সতত,
চাইগো আমি মানব হতে, চাই
মানব প্রেমের ব্রত!
২| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:১৬
জুনিয়ার ব্লগার বলেছেন: দেহ তব তীক্ষ্ন তেঁতুল, ঝরায়
সব পুরুষের লালা,
ঝরে না যাদের, এই সমাজে
পহায় তারা জ্বালা!
খুব সুন্দর কবিতা +
৩| ২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৩৬
এরশাদ বাদশা বলেছেন: ভালো লাগলো। লেখনী হোক প্রতিবাদের হাতিয়ার। কেটে যাক আঁধার কালো, শ্বেতশুভ্র পায়রার মতো সফেদ হোক পৃথিবী।
২৬ শে মে, ২০১৭ সকাল ১০:৪৭
রাফিন জয় বলেছেন: আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি
৪| ২৬ শে মে, ২০১৭ সকাল ১১:৪৬
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা শেষের স্তবক টা বেশ ছিলো +++
অভিনন্দন...
৫| ২৬ শে মে, ২০১৭ দুপুর ১২:৩২
দ্যা ফয়েজ ভাই বলেছেন: একটা লেখার মাঝে অনেক কিছুই লুকায়িত থাকে।সুন্দর একটি কবিতা।ছন্দগুলো ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৭ সকাল ১০:০০
হাতেম গাজী বলেছেন: মনুষ্য মানে শুধুই পুরুষ,
নয় কেহ আর অন্য,
তাই তো নারী, নয় মানব প্রাণী,
নিছক ভোগের পণ্য