নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বহ্নিশিখার উত্তাপ,
করি অগ্নিবীণার ঝংকার, ঝঙ্কারিত অগ্নি
হয়ে ছাই করি সব পাপ!
আমি দ্রোহের দাহন তাপ,
আমি তপ্ত মিসাইল পাপ নাশকারী বহ্নি,
আমি প্রলয় শিখার বিদ্রোহী সংলাপ!
হিন্দোল করে কুণ্ডল,
করে সব নাশ, আমি নাশ করি সব
জগৎ দুয়ারে পাপ!
দোল দোল করে হিন্দোল
করে তেড়ে আসছি আমি, মম রব
হয় প্রভঞ্জনের ছাপ!
মুক্তি রণলিপ্সু আমি,
আমার মুক্তি সমরে বীর সেনানী দল
করে যায় মুক্তির হিন্দোল!
প্রাণ রণলিপ্সু ভূমি,
বীর সেনানীর হস্তদ্বয়ে ইস্পাত শৃঙ্খল
ভাঙ্গার বল!
আমি সর্ব অকুতোভয়,
ঘূর্ণিপাকের আমি পাপ নাশ করা কুণ্ডল
আমি বিশ্বটা করি জয়!
আমার বিধাতাতে নাই ভয়,
আমি মানি না ধর্ম-বর্ণ-গত্র ভেদের রোল,
আমি বিধাতারে করি জয়!
আমি অমর অপরাজয়,
ভয় নাই, নাই ভয় মম, কুর্নিশ করিনা
আমি সর্ব অকুতোভয়!
সংগ্রামী আমি সর্ব বিজয়ী,
বাজাই রণের তূর্য, দামামা, বিজয় বীণা
নাশ করে পাপ মানবতা
করি জয়!
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৩৩
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ বিজন দা!
২| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:২৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর কবিতা। +++++
১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৪৩
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই জুন, ২০১৭ রাত ৮:৫০
ভারপ্রাপ্ত বুদ্ধিজীবি বলেছেন: সুন্দর
১০ ই জুন, ২০১৭ রাত ৯:০৫
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাকে দাদা!
৪| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:২৭
জাহিদ অনিক বলেছেন: আরে বাপ রে ! জাতি আবার বিদ্রোহ করিবেক, আপনাকে শীঘ্রই দরকার হবে জাতির।
প্লাস
১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪০
রাফিন জয় বলেছেন: হা হা হা, ধন্যবাদ!
৫| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৪৫
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দাদা
৬| ১১ ই জুন, ২০১৭ দুপুর ১২:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ আপু!
৭| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:০৪
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা +++
১১ ই জুন, ২০১৭ বিকাল ৫:৫৬
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ১০ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
বিজন রয় বলেছেন: এতো দেখি দ্রোহের কবিতা।
শিয়ায় শিরায় আগুন জ্বেলে দেয়।