![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওহে গুরু, ধরনা তব সে ধুয়া....
কোকিলও শুনতে ব্যাকুল,
তব সে সুর, দূর্বাপরে স্বর্ণবিন্দু ছোঁয়া,
কুহেলী প্রভাত বেলা!
প্রাণের ছোঁয়া পাওয়া তোমা সঙ্গীত
সুর, সমাজের নানা মনন মর্ম,
আধুনিকতার ছোঁয়া, জাগায় দোলা
হিন্দোল যোগায় মনে তোমা রচনা!
খুলে দেয় লোচন, দেখা পাই না দেখা
কত শত অদেখা অনাচার...
পাই প্রেমানুভূতি, পাই সতেজতা,
পাই প্রাণের ছোঁয়া!
তুমি নও শুধু এক রবীন্দ্র, তুমি বিশ্বের
এক জনশ্রুতি, চির নির্ভর বাংলার
প্রাণের প্রাণ বিন্দু... চিত্তের উৎফুল্লতা
মম!
মম জীবনের এক অভিলাষ এই,
যেন পাই তোমা দেখা, যেন পাই
নব ভানু সিংহ! গুরু, চাই তোমায়
আরেকবার!
ওহে মম কবি গুরু প্রাণ ঠাকুর!
১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৪
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দাদা
২| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:৩৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবি গুরুকে নিয়ে দারুণ কবিতা লিখেছেন ভাই। +++
১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৫
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ নাঈম ভাই
৩| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ১:২৮
বিজন রয় বলেছেন: কবিতাটি সাধুভাষায় লিখলে অনেক ভাল লাগত।
গুরুকে লিখলেন!!
১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৬
রাফিন জয় বলেছেন: হি হি হি, ধন্যবাদ। সামনে থেকে খেয়াল রাখবো!
৪| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৩৬
প্রামানিক বলেছেন: অসাধারণ
১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৭
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দাদা
৫| ১৫ ই জুন, ২০১৭ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে
১৫ ই জুন, ২০১৭ রাত ৯:২৭
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ আপু!
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫১
জীবন সাগর বলেছেন: অসাধারণ লিখেছেন কবি গুরুকে নিয়ে
ভালো লাগা জানিয়ে গেলাম।