![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্তদূত কোকিল কণ্ঠে বসন্ত আগমনী
মায়া সুর,
তার সাথে তোমা কোকিল কণ্ঠে আধার
ভেদী ভোর!
সে সুরে ঘুম ভাঙ্গায় ঘুম পরী জীয়ন
কাঠি স্পর্শে,
ছুটে চলি সে সুর শুনতে তোমা দূর্বার
শিশিরাঙ্ক পরশে!
তোমা মূর্ছনায় যদি নাই বা থাকতো
দ্যোতনা,
সাথে তাতে আমায় না জ্বালালেই বা
কি হতনা?!
এখন ঘুম পরী নয়, ঘুম ভাঙ্গে চেতনা
অজ্ঞাতসারে,
শুনতে তোমায় ঘুম ছেড়ে ঘর ছাড়ি
রোজ ভোরে!
চল যাই দুজনে দুহাত ধরে অজানার
দেশে,
অপরূপ পদ্মা-যমুনা যেথায় এক হয়ে
মেশে!
ধরে যেথা দোয়েল-কোকিল-বকুল-পদ্ম
এক হয়ে সুর,
চল যাই সে প্রান্তে দুজন সেই দেশে
অজানার দূর!
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:১৯
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
২| ২৪ শে জুন, ২০১৭ রাত ৩:২৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ বিকাল ৩:০৩
বিজন রয় বলেছেন: সুর ভেঙে বেরিয়ে পড়তে ইচ্ছে করে। কিন্তু কেউ যদি ঘুম ভাঙিয়ে না দেয়।
তাতে কি বসন্তদূত আছে না!!
জিরন
কাঠি স্পর্শে,............. জীয়নকাঠি হবে, শব্দটি একসাথে হবে।
শুভকামনা রইল।