নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাধীনতাকামী আমি, মুক্ত অম্বরে চাই উড়তে,
ঈশানে বিষাণ বাজিয়ে, বিজয় নিশানে ঘুরতে!
মুক্তির হাসি চোখে-মুখে আঁকা, স্বপ্ন তুলিতে ছাপ,
দেই কাক ডাকা রঙিন প্রভাতে মুক্তির তরে ঝাঁপ!
মুক্ত বাতাসে এলোকেশে চলে বিশালাক্ষী রানী,
অলীক সব ভাবনা বাস্তবায়নে হৃদয়ে বীজ বুনি!
মুক্তিকামী ঘুরি বনবাদাড়ে মাধবী শিউলি ডালে,
মুক্ত বাতাসে ঊর্ধ্ব শ্বাসে সব আর্তি মন ভোলে!
চাই মুক্ত আমি মুক্ত পাখি মুক্ত আকাশে উড়তে,
ব্যাকুল মুক্ত আকাশ-বাতাস আমার পিঠে চড়তে!
উড়াই আমি বিজয় নিশান উড়ন্ত পাখির ডানায়,
বিজয় নিশান বয় মুক্তিকামী, বাজায় মুক্ত সানাই!
নেই অস্ফুট শত মৃদু সুরভিত ফুলের সৌরভ স্বাদ,
মুক্ত প্রভায়, রোজ প্রভাতী ভেঙ্গে দেয় সব বাঁধ!
স্বাধীনতাকামী আমি, মুক্ত অম্বরে চাই উড়তে,
ঈশানে বিষাণ বাজিয়ে, বিজয় নিশানে ঘুরতে!
[মডেলটার জন্য শুভ কামনা রইলো!
০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৩৩
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১| ০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:১৩
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতা ও মডেল দুটোই বেশ মানিয়ে গেছে! প্রথম ভাল লাগা! শুভেচ্ছা!