![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্ত বাতাসে মখমলে কমল স্বাদ,
ভুলে সব বাঁধ,
মুক্ত স্বপ্ন, আবীরে রাঙা পথ,
দিগন্ত জোড়া রামধনু, জীবন সারথি চালাতে
চায় তার রথ,
আমার রঙে রঙে সপ্তরঙ্গা রামধনুর
এই দিগন্ত জোড়া মাঠে!
ছুটি চলা গতি তো নয় শ্লথ,
জীবন প্রগতির আনন্দ উচ্ছ্বাসে চলা পথ,
পরিসমাপ্ত হয়ে এল যখন জীবন সারথির রথ,
সেকি নির্মম পরিহাস অতঃপর নিয়তির
প্রবাহ ঘাটে!
১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪১
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ আপু!
২| ১৩ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৪
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৭ দুপুর ২:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা