![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মসজিদ-মন্দির ছাই,
ক্ষুধার জ্বালায় চোখে খোদা চিনিনা,
এটুকু বলতে চাই!
ছোট জাতপাত যাই বল তুমি চুপ
করে বসে সবো,
ক্ষুধার অন্ন সময় হলে দাও, না হয়
কিন্তু ধর্ম চিবিয়ে খাবো!
চণ্ডাল আমি একদম ছোট জাত জানি,
যা ইচ্ছে চাই বল,
সময় এবার অন্নাহারের, ক্ষুধায় অনল
জ্বলতে তো শুরু হল!
ওহ, ধর্মের দোহাই?! শালা জাত চোর,
শোন তবে বলি,
''ভাত দিবিনা তো ছাই, শূদ্র আমি তো তাই,
তোর ঈশ্বর আর তার ধর্মের হয়েছে তো ঐ
ভদ্র পল্লীতে ঠাই?!''
মানুষের লাগি আনিল ধর্ম সকল যুগাবতার,
'মানব কল্যাণ' গ্রন্থ মাঝেই, বিধি চলে সমাজ
হোতার!
ভাত দিবি না জাত চোর শালা, লুটে খাবি সব
সাথে চালাবি ত্রিশূল-মেশিনগান,
ধর্ম এনেছে যে মানুষ তাদের মেরে গাবি তোরা
সেই ধর্মের জয়গান!
পতিতা নারী পতিতালয়ে, জাত গেছে
তার কবে,
অন্নহীনা ছিল সে যেদিন, দেখিসনি কেন
তোরা তবে?
ওহো, তোদের তো সেই ধর্মের জয়গান,
তার আড়ালেই লুকিয়ে যে চলে
স্বার্থের জয়গান!
অনাহারী আমি, ভাত দে এবার মুখে,
নাহয় দিবো ধর্মে আগুন উনুনের
মাঝে রেখে!
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:১৫
রাফিন জয় বলেছেন:
২| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২০
অন্তঃপুরের অন্তরক্ষী বলেছেন: মাটি কেটেও তো মহিলারা জীবিকানির্বাহ করে দেখলাম, তারা কেনো পতিতাবৃত্তি বেছে নিলো না?
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৪
রাফিন জয় বলেছেন: মাটি কাটা মহিলা তো রোজ আভিজাত্য রেস্টুরেন্টে বসে খেতে পায়, তাই বেশ্যাবৃত্তি বেছে নেয় নি!
৩| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৩১
ধুতরার ফুল বলেছেন: দারুণ লিখেছেন। এক কথায় অসাধারণ, চমৎকার, সুন্দর লেখনি ।
৪| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৫
রাফিন জয় বলেছেন:
৫| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:০৯
রাতু০১ বলেছেন: চমৎকার।
৬| ৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৩
দূর পাহাড়ে বলেছেন: আরবের সরকারগুলো সারা দুনিয়ার গরীব দেশকে যে দান করে তার কোনো হিসাব নেই। তারা পেটভরে খাওয়ায় নিজেরা্ও খায়। তবে গরীব দেশগুলোর সরকার তাদের জনগণকে তা দেয় না।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫০
রাফিন জয় বলেছেন: হি হি হি!
৭| ৩০ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: সুন্দর কবিতা গড়েছেন, কবিতার দিকনির্দেশনাও চমৎকার। মুগ্ধতা রইল।
ক্ষুধামুক্ত বিশ্বের প্রত্যাশা।
কবি ভাইয়ের প্রতি শুভকামনা রইল।
৩০ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫০
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৩
নুর মাহফুজ বলেছেন: ক্ষুধার অন্ন যোগানের ক্ষেত্রে ধর্ম ই কি একমাত্র বাধা?