![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্তম্ভিত কেন? হিঙুল-মেঘ কি তোমার
নীলাম্বরী'র নীলাভ ছিনিয়েছে?
নাহ, বিশ্বাস হয় না! বোকামি তোমার!
অম্বরের রঙ নীল হয় না, তা তোমার
দৃষ্টিশক্তির অজ্ঞতা!
চেয়ে দেখো, মেঘের আড়ালে মাতঙ্গ
হাসছে কি অদ্ভুত হাসি, সাথে তার
ও তোমার জন্য হয় করুণা... কারণ
গর্জন করা হিঙুল মেঘের আড়ালে তার
ভয় নেই নীলাম্বরীর নীলাভ হারাবার।
কারণ সে জানে, তার নীল রঙ মেঘ না
থাকলেও থাকেনা!
অদ্ভুত তুমি, আজ আমি মাতঙ্গ হয়ে
হাসতে পারলে, তুমি কেন অশ্রু বিসর্জন
দাও আড়ালে... চোখ থাকতে দৃষ্টিহীন
হয়তো একেই বলে!
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ আপু!
২| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৭
বিজন রয় বলেছেন: কেমন আছেন?
অশ্রু আছে বলেই অম্বরের কাছে চাই না আর বৃষ্টি।
অশ্রু আছে বলেই স্তম্ভিত! তাইতো মাতঙ্গ হতে পারিনি।
কবিতায় ভাললাগা জানিয়ে গেলাম।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৫
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দাদাভাই!
০৩ রা আগস্ট, ২০১৭ সকাল ৯:৩৯
রাফিন জয় বলেছেন: ভাল আছি, আপনি কেমন তাও জানতে চাই
৩| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬
ধুতরার ফুল বলেছেন: বেশ চমৎকার
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
৪| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:১৭
আঁকবার বলেছেন: লেখার ঢং টা বেশ ভাল লেগেছে --- ধন্যবাদ থাকল---
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৬
রাফিন জয় বলেছেন: আহা গো!
৫| ৩১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:১৪
নীলপরি বলেছেন: বেশ ভালো লাগলো ।
৩১ শে জুলাই, ২০১৭ রাত ৮:৫৭
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা ভাল লাগল