নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

**রণ বিজয়ী ধন্বী**

০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০৬


আমি ফিনিক্স হয়ে ফিরবো আলোকে ভূলোকে
বার বার,
সচকিত চোখে মম দ্রোহের দহনে কালানল
হবে দুর্বার!
আমি এর্নেস্তো চে, আমি হারকিউলিস হয়ে হস্ত
দ্বয়েতে ধরি রণদা,
করেছি আর্ফিসিয়াস ইউরিডিসকে উদ্ধার মত
সত্য বাঁচানো সওদা!
ঐ হিম গিরিতে ভীম শিখা জ্বলে মম অক্ষি
দ্রোহের দাহন তাপে,
অ্যাকিলিস আমি সঞ্চারী ঘূর্ণিপাকের শক্তি,
তাতে ধরিত্রীতল কাপে!
হেক্টর আমি, মাস্টার দা, নির্মল সেন আর
বাঘা যতীনের থাবা,
ছুটে চলি প্রভঞ্জনের ধুম গতিতে সুমেরু-কুমেরু
মক্কা-মদিনা-কাবা!
আমি পিনাকী, আমি ব্রহ্মা, আমি ইন্দ্রজিৎ আমি
নির্ভীক অর্জুন,
আমি মানি না শাসন-ত্রাসন মানি না বাধ দেয়া
অযাচিত কোন কানুন!
আমি হেক্টর আমি কানাই কুমার আমি মহা
যোদ্ধা অভিমন্যু,
মৃত্যু জেনে প্রাণ দিতে রণক্ষেত্রে করি নাকো কভু
আমি কার্পণ্য!
আমি পাপ বিনাশক মহা প্রলয়ে ঘূর্ণি,
আমি পিনাক প্রভু মানি না কিছু মানব ছাড়া, আমি
দ্রোহের তেজে পাপ নাশি হয়ে ঈশ্বর আরশ করি
চূর্ণি!
আমি স্বর্গে-মর্ত্যে অগ্নি-ঈশানে সব মেরুতে
রণ বিজয়ী ধন্বী,
আমি মহাপ্রলয়ী বিশ্ব বিধাত্রির পাপ বিনাশী
স্ফুলিঙ্গ ছড়ানো বহ্নি!
আমি করি গীতবিতানের অর্চনা হয়ে ধন্য,
আমি নাইটিংগেল পাখি করি প্রাণ দান লাল
গোলাপের জন্য!
আমি জানি মহা সত্যান্বেষী সব কাহিনী
কিসসা,
আমি সত্যের সব দিক বিজয়ী রণেতে করি
হিস্যা!

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৩

আখেনাটেন বলেছেন: ভাই কি 'কাজী'র প্যাঁচে পড়ছেন নাকি!!

ভালোই লিখেছেন। তবে নিজস্ব স্টাইল তৈরি করার চেষ্টা মনে হয় বেশি উপকারী।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৭

রাফিন জয় বলেছেন: হি হি হি
ধন্যযোগ!

২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৯

বিজন রয় বলেছেন: কঠিন শিরোণাম, জটিল কবিতা!

দ্রোহের তেজে পাপ নাশি হয়ে ঈশ্বর আরশ করি
চূর্ণি

............ আমি তো বিদ্রোহী হয়ে উঠলাম।

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

রাফিন জয় বলেছেন: হাঁচা নি?

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১০:৪৮

রাফিন জয় বলেছেন: হাঁচা নি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.