নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

বিশ্বজিৎ রায় হত্যা মামলার রায়

০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:০০

বিশ্বজিৎ রায় হত্যা মামলার ২১ আসামির ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবত জীবন দেয়া হয় প্রথম রায়ে, সময়ের ব্যবধানে উচ্চ আদালতে আজ তা ২ জনের মৃত্যুদণ্ড, ১৫ জনের যাবত জীবন এবং ৪ খালাস রায় ঘোষিত হয়... সময় যেতে দাও, সময়ের ব্যবধানে সবাই খালাস পাবে! নৃশংস অমানুষ গুলো এভাবেই পাড় পাবে, আর তাতে এই দানবী গুঁটিবাজি আরও তরান্বিত হবে... সুশাসন প্রতিষ্ঠা আজ বাংলাদেশ নামক অদ্ভুত রাষ্ট্রে স্বপ্ন মাত্র। ন্যায় বিচার সেখানে অমাবস্যার চাঁদ বা সোনার পাথর বাটিই বলা যায়! রাষ্ট্রীয় মূল্যবোধের যে কতটা অবক্ষয় ঘটেছে তার সমীকরণ মেলানো দায়! তার একমাত্র কারণ এই বিচারহীনতার সংস্কৃত!

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৫

মোস্তফা সোহেল বলেছেন: এদেশে ন্যায় বিচার আশা করাটাই অন্যায়।

২| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আদালত অবমাননার দায়ে আপনি ফেঁসে যেতে পারেন! সুতরাং সাবধান! এখনো আরো একটি ধাপ বাকী আছে তাহলো- মহামান্য রাষ্ট্রপতির ক্ষমা; তাই এখনই নিঃশ্চিত বলা যাবেনা তাদের আদৌ সাজা হবে কিনা!






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৮

রাফিন জয় বলেছেন: হাঁচা কথা কইছেন!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:১৯

রাফিন জয় বলেছেন: আপনিও ভাল থাকবেন

৩| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৭

বেঙ্গল রিপন বলেছেন: যে ছেলেটি বিশ্বজিৎ হাত ধরে আছে সেতো বিশ্বজিৎকে বাঁচানোর চেষ্টা করছিলো মাত্র, কিন্তু আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
এইডা কেমন বিচার !!!!? বিচারককে ফাঁসিতে ঝোলানো হোক!!!

০৭ ই আগস্ট, ২০১৭ রাত ৮:২০

রাফিন জয় বলেছেন: দাদা, বিষয়টার মধ্যে গলদ আছে। একবার ভিডিও তে দেখলেই বোঝা যায়, কার কি মতলব। তবে আদালত সেখানে কি করছে কে জানে!

৪| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪৮

বেঙ্গল রিপন বলেছেন: যে ছেলেটি বিশ্বজিৎএর হাত ধরে আছে সেতো বিশ্বজিৎকে বাঁচানোর চেষ্টা করছিলো মাত্র, কিন্তু আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে।
এইডা কেমন বিচার !!!!? বিচারককে ফাঁসিতে ঝোলানো হোক!!!

৫| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আহারে---

৬| ০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫১

করুণাধারা বলেছেন: বেংগল রিপন, এ ধরনের পোস্ট দিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.