![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনের সপ্তরঙ্গা সঙ্কীর্ণ অলি-গলির প্রতি রন্ধ্রে
আনাগোনা তোমার.. সাথে আমার ক্যানভাসে
বর্ণিল সপ্তরঙ্গা জল রঙের ইন্দ্রধনুতে তোমার
প্রতিচ্ছবি! যার বর্ণালী ওষ্ঠের মাধুর্য প্রতি ক্ষণে
মোহিত করে আমায়!
তোমার রমণী বস্ত্রের নীলাচল উড়ে তৃপ্তির কেতন
রূপে নির্ভীক স্তন ছেড়ে, আর তোমার মাধুর্যের
ছোঁয়ায় হৃদপিণ্ডের অলিন্দ ও নিলয় তোলে
মাদলের রিদম...
তোমার মাদকতা মাখানো মাধুর্যের মোহ কোন
ক্রমেই যে ছাড়ছে না, সম্মোহিত হয়ে অভিগ্রস্ত,
তো এবার তৃষ্ণার্তকে পান করাও তোমার বর্ণিল
ঐশ্বর্যের মোহিত করার পানীয়!
দাও একটু বর্ণচ্ছটা, দাও একটু বর্ণালী ওষ্ঠের
আলতো ছোঁয়া! তোমার কোমলে নাও একটু
জড়িয়ে!
©somewhere in net ltd.