![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আদৌ কি আমি তোমায় চিনে ছিলাম?
অগণিত নক্ষত্রের নিচে, ক্ষিপ্র ধূমকেতু
দেখে যে আমায় বলতো, ''তারা খসে
পড়ছে দেখো, প্রার্থনা করো ঠাকুরের কাছে!''
আজকি সত্যিই তুমি সে, যে প্রভঞ্জনের
সাথে দৌড়ে পাল্লা দিতো? অশনির রশ্মি
ছটা হয়ে যে রেগে চমকাতো? আমার
কবিতার ডায়রি আর ক্যানভাস হয়ে যে
সারাক্ষণ আমার সাথে থাকতো? যে
আমার বাগানের ফুল গুলোকে দেখে করতো
শুক্লপক্ষ চাঁদের বাকা হাসি?
যদি আদৌ হয়ে থাকো, তবে বলে দাও
না ভালবাসি!
[dedicated to my স্বপ্ন অপ্সরী... কেউ আমারে তার সন্ধান দাও
]
২| ০৭ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩১
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
©somewhere in net ltd.
১|
০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর, ভালো লাগলো