নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিক্ততার বিষ গন্ধে মনের রন্ধ্রে
উদিত হয় কাদা মাখা শৈশব,
পশলা বৃষ্টির রিমঝিম ছন্দে আনন্দে
ঝিরি ঝিরি পবনে গগন ছোঁয়া লক্ষ্মীছাড়ারা সব
দল বেঁধে করতো যখন মহোৎসব!
বিনু বলতো, ''মেঘেরা দৌড়ে পাল্লা দেয় দেখ,
চল ধরি'' কে ঠেকায় তখন ধরতে ওই মেঘ!
বৃষ্টির শেষে শেষ বিকেলের গোধূলি বেলা,
ডুবি সূর্য দেখে হাসতো রামধনু খেলা!
পাকা আর লক্ষ্মী বলতো, ''চল করি রামধনু খেলা!"
দিগন্ত পেড়িয়ে মাঠ, তার পরে রামধনু মেলা।
যাবোই সেখানে সব লক্ষ্মীছাড়ারা এবেলা!
দৌড়ে পাল্লা ফের, শেষে ক্লান্ত হয়ে ফেরা,
দিগন্ত জোড়া মাঠ পেড়িয়ে যায় কি রামধনু ধরা?
কফিকাপ হাতে মধ্য রাতে বড় জানালার পাশে,
অনুভূতিরা ভাবে, যদি একবার সেই দিনগুলো
আবার আসে!!
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৯
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ দাদাভাই!
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: কফিকাপ হাতে মধ্য রাতে বড় জানালার পাশে,
অনুভূতিরা ভাবে, যদি একবার সেই দিনগুলো
আবার আসে!!
বেশ।
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
৩| ১০ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৯
ইফতেখারুল মবিন বলেছেন: সেই রকম কবিতা!সুন্দর!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৬
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
৪| ১০ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৩৭
মাকার মাহিতা বলেছেন: ঠিক এই ছবির মতো একটা অভিজ্ঞতা আছে কৈশর জীবনে...!
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
রাফিন জয় বলেছেন: তার মানে বান্দর স্বভাবের ছিলেন!
৫| ১০ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫
মার্কো পোলো বলেছেন:
ভাল লেগেছে।
১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:১৪
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ!
৬| ১১ ই অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৭
মনিরা সুলতানা বলেছেন: বাহ!!!
কি দারুন করে এঁকেছেন শৈশব স্মৃতি
ভীষন ভালোলাগলো !!!
১২ ই অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৮
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ মেডাম!
©somewhere in net ltd.
১| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ১১:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শৈশব ঘুরে এলাম কবিতা পড়তে পড়তে। খুব সুন্দর লিখেছেন।
ভালো লাগলো, ছবিটি চমৎকার