নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রেমের ঘনঘোরে
সম্মোহিত আমি, বিভোর!
শ্রাবণের গগনে তুমি পবনে অস্ফুট
ফুলের গন্ধ, হও প্রস্ফুট!
শরতের কাশবনে শুভ্রতার তুমি প্লাবন,
বাতাসেতে দোল খেলে কর জীবন
লাল করবী, স্বর্ণালী সন্ধ্যার বর্ণালী
রামধনু। তনূ, মন আমার বিমোহিত, রূপোলী
হাসির রেণু দেখে তোমার মনে হয়,
রূপোলী চাঁদ তোমার কথা কয়!
আকাশের অনু অনু নক্ষত্রের তলে
তোমার দীপালির প্রজ্বলিত প্রদীপ জ্বলে!
নিশুতি রাতে তুমি লালপদ্ম, কর
হাসি চাঁদের সাথে সব করে পর।
পূজি তোমায়, মুখোরিত মণ্ডপ ঢাক-কাশি
শব্দ, বাজাই বাঁশরি বাসি... ভালবাসি
ভালবাসি!
[dedicated to my স্বপ্ন অপ্সরী। কেউ আমারে হেতির সন্ধান দাও!]
©somewhere in net ltd.
১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮
মঈনউদ্দিন বলেছেন: দারুন লেখছেন