নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্টিগমা

রাফিন জয়

স্টিগমা

রাফিন জয় › বিস্তারিত পোস্টঃ

*দ্রোহের স্ফুলিঙ্গ*

১৪ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:২০



অমৃত দিয়ে অমিত্রাক্ষর ছন্দে
লিখবো এক কাব্য,
ভাষা হবে যার দ্রোহের আগুন
ফাগুনে নিবে প্রতিশোধ!

প্রতিরোধ...প্রতিরোধ, প্রতিশোধ
নিবে একদিন প্রতিশোধের প্রহরে
দ্রোহের শহরে নিদারুণ বিতৃষ্ণা
ছাই করে, সাম্যের উত্থানে!

প্রতিটা বিল্পব একটা একটা করে
অরুণ-রাঙা প্রভাত, শতবার মারফত
তা জন্ম দেয় চিরস্থায়ী রক্তিম প্রভাতি
অরুণ রাঙা স্বপ্নের বাতিঘর!

আমাদের সবাই, মিছিলের স্লোগানে
স্লোগানে বুনে দেয় বিপ্লবের বীজ,
নিজ দ্রোহে তা পরিণত হয়
বিপ্লবের বিশাল মহীরুহে!

উত্থানের পালা এবার, তাই তো
বার বার মেলাই কণ্ঠ,
“আমাদের সব আমাদের হবে,
একদিন দ্রোহ বিপ্লবে!”

আসন্ন বিজয় এবার প্রতিক্ষায়
গুনছে প্রহর, সাম্যের শহরে
নিবে রূপ। প্রতিরূপ বিপ্লব,
তোমায় ডাকছে সে!

মাথা চেড়ে জাগো তুমি,
দ্রোহের দাহন তেজে দাবানল
দাউ দাউ করে দাহন করে
বর্ষায় অগ্নিস্ফুলিঙ্গ!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.