![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অতন্দ্রিলা তুমি উর্ণনাভ জালের মতো
কি ছড়িয়ে রওনি প্রীতিলতাদের মাঝে?
চেতনার রন্ধ্রে রন্ধ্রে কি উদ্ভাস করে শত
শিখার লন্ঠন? নাকি আজ সূর্যাস্তের সাঁঝে
অন্ধকার জমাট বাঁধে কাল নিদ্রার?
তবে কি চির নিরূদ্ধ অংসুমালির দার?
"নাহ! স্তম্ভিত হয়োনা। এই এক বিঘোর।
কাঁদছে দেখো আমার রাত কৃষ্ণপক্ষের!
বিভোরে সে প্রতীক্ষায় বিদ্রোহ প্রহরের।
পাপ নাশী কালানল জ্বালবে। সেই ঘোর,
দাবানল পুড়বেই। এখন লণ্ঠন জোনাকিরাই।
ভুলে যাও সম্ভ্রম। জাগবে সূর্যরাই!"
অতন্দ্রিলা, তবুও আগুন জ্বলবে।
চেতনা মূর্ছনার দ্যোতনা মুক্তাম্বরে উড়বে!
২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
রাফিন জয় বলেছেন: আগুনটা পরিচিত একজনের তোলা। আগেই ছিল কম্পিউটারে।
২| ২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
২০ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৫২
রাফিন জয় বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৯
চাঁদগাজী বলেছেন:
আগুনের কি দরকার? জোনাকির আলোয় আলোকিত হোক অমানিশার রজনী