![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই রাজনৈতিক দলের তিনি সভাপতি এবং একটি জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদককে দলের সাধারণ সম্পাদক করতে চেয়েছিলেন।
ডক্টর ইউনূস শক্তি নামে একটি রাজনৈতিক দল গঠন করতে চেয়েছিলেন, কাদের কথায় তিনি দল গঠনের পরিকল্পনা করেছিলেন, তিনি কেন পিছু হটলেন সে তথ্য জনগণের জানা না থাকলেও অনেকেই জানেন বলে দাবি করছেন । সেই ৮০ জনের নামের তালিকাও আছে। তখন ওই পত্রিকার সম্পাদক ছাড়া অন্য কেউ রাজি না হওয়ায় ড. ইউনূস রাজনৈতিক দল গঠন থেকে সরে আসেন।
ড. ইউনূস বিদেশ যাওয়ার আগে যাকে দলের সাধারণ সম্পাদক করতে চেয়েছিলেন, ওই জাতীয় দৈনিকের সম্পাদকের হাতে ৮০ জনের নামের তালিকা দিয়েছিলেন। সবার কাছে রাজনৈতিক দলের প্রস্তাব নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ৭৯ জন রাজি হননি। এ কারণেই ড. ইউনূস দল গঠন না করার ঘোষণা দেন।
আমরা তথ্যের স্বাধীনতায় বিশ্বাস করি। আমরা মনে করি সংবাদপত্রের সকল তথ্য আসা উচিত।
২| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩১
মুহাম্মদ মামুনুর রশিদ বলেছেন: কি ভাই,সাফাই গাইলৈন নাকি?
৩| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪১
হাসান কালবৈশাখী বলেছেন: খালেদা হাসিনা কে জেলে ঢুকানো তে তার সমর্থন ছিল।
তাদের কে বিদেশ পাঠানোর প্রকৃয়াও চলছিল।
৪| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৪৯
আকাশের তারাগুলি বলেছেন: আমাকে খারাপ বলার আগে আপনাকে শুদ্ধ থাকতে হবে। আপনার মধ্যে গলদ থাকলে আমি যতই খারাপ হই আমাকে খারাপ বললে আমি আপনাকে ছাড়ব কেনো।
৫| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫০
মুহিব বলেছেন: কাজ করলে তার তথ্য আসা উচিৎ। যারা সদস্য হতেন তারা তো আর গোপন সদস্য হতেন না। দল তৈরী হলে অবশ্যই সে তথ্য আসত। যে দল গঠন হইই নাই তার তথ্য পত্রিকায় আসাটা কি জরুরী। যে কেউ রাজনৈতিক দল করতে পারেন। যে দল কাজ করে নি তার কথা বলে আর কি লাভ।
আর এই কথা ড. ইউনুস সহ অনেকেই মনে করেন তার রাজনৈতিক দল তৈরী করার পরিকল্পনাটা ভুল ছিল।
৬| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫১
শ।মসীর বলেছেন: এতে কি আসলে কোন সমস্যা আছে, দলতো যে কেউ করার অধিকার রাখে তাইনা....।
৭| ০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৫৮
শুটকাভাই বলেছেন: বিপদে পড়লে হাতি চামচিকারেও........।মারে আর এতো ইউনুছ
৮| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৩
আকাশের তারাগুলি বলেছেন: দল যে কেউ করতে পারে .........
কিন্তু তখন রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ, ইউনুস সাহেব কি এমন সুবিধা নিলেন যে ফাঁকা মাঠে গোল দিতে চাইলেন।
জাতি এক মহাবিপর্যয় থেকে রক্ষা পেয়েছিলো।
৯| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪১
সহজ পৃথিবী বলেছেন: আমার মনে হয় বাংলাদেশে তৃতীয় আর একটি রাজনৈতিক দলের তত্ত নিয়ে যারা অতীতে ও বর্তমানে এবং বিভিন্ন সময়ে যারা ভাবেন, স্বপ্ন দেখেন, কাজ করেন তারা সর্বোচ্চ আর একটা জাতীয় পার্টি পর্যন্ত যেতে ও হতে পারবে।
১০| ০৯ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৪৪
স্বপ্নশিকারী বলেছেন: ভাই আপনার কান চিলে নিসে।এখন চিলের পিছে দৌড়ান।
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১১ সকাল ১১:৩০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: তালিকা কই ??