নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

রাজনীতি : হরতাল : পক্ষসমূহ

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫৭





পক্ষ : বুদ্ধিজীবি (!!)



হরতালে হরতালে, দেশ গেল রসাতলে,

কার কি'বা এসে গেল তাতে?

টিভি'টার বাকসোতে, প্রতিদিন টকসোতে-

কতলোক উঠে গেল জাতে!



পক্ষ : বিরোধী দল (!!)



হরতাল পিকেটিং, কি মিছিল কি মিটিং,

দাবি একটাই-চাই ক্ষমতা!

আর কোন দাবি না! গদি ছেড়ে যাবি না?

আমাদের সাথে আছে জনতা!!

পক্ষ : সরকারী দল (!!)

গদিটা আগলে থাকি, যা হবার হবে বাকি,

চুপ করে বসে থাকি কক্ষে-

আমরাও দেখে নিব, পাল্টা জবাব দিব,

জনগন আমাদের পক্ষে!!



পক্ষ : রাজাকার (!!)



সুযোগ পেয়েছি আজ, করবো কাজের কাজ,

যা খুশি চলে যাক গোল্লায়!

জেলে রাজাকার হাসে, গরাদের এক পাশে,

বেরুবার তালে আছে মোল্লায়!!



পক্ষ : পিকেটার (!!)



বোমাবাজি ককটেল, মার ইট পাটকেল,

আগুন লাগিয়ে দে গাড়িতে,

নাই ভয়, নাই ডর, যা খুশি তাই কর,

নেতা-নেত্রীরা আছে বাড়িতে!

রিকসাওয়ালারে মার, পোড়া প্রাইভেটকার,

আগুনে ঝলসে যাক রাস্তা,

নেতা ও মন্ত্রীরা আর ষড়যন্ত্রীরা

ঘরে বসে করছেন নাস্তা!

ভেঙ্গে ফেল বাসটাকে, আগুন লাগিয়ে ট্রাকে,

চুপচাপ শুধু পড় সটকে,

ক্ষমতার গদিটাকে, কোথায় রাখবি ঢেকে?

কোথায় থাকবি? থাক লটকে!!



পক্ষ : বিরোধী দল (!!)



ছাত্রটা মরে গেছে, খুলি ভেঙ্গে সরে গেছে,

বোমা খেয়ে মরে গেছে পিচ্চি?

লোক দেশে কোটি লাখ, দুটা গেলে মরে যাক-

নতুন কর্মসূচীটা দিয়ে দিচ্ছি!!

হরতাল না হলে, মানুষ না মারা গেলে,

কিভাবে বুঝাবো আমি গদি কার-

হরতাল দিতে হবে, মানুষ মারতে হবে,

এটা যে সাংবিধানিক অধিকার!!



পক্ষ : জনগন



যার ঘরে যে মরে, সেই তো বুঝতে পারে-

কত যন্ত্রনা এই মরাটা,

ঘাম ঝরা টাকা নিয়ে, হালাল পয়সা দিয়ে-

ছেলেটাকে এত বড় করাটা!

তোদের তো কালো টাকা, চুরি করা-মারা টাকা,

এটা আজ স্বাভাবিক এদেশে-

তোর ছেলে মরবে না, হরতালে পুড়বে না,

ওরা তো সেয়ানা হচ্ছে বিদেশে!

ভাংচুর-লুটপাট, বিক্ষোভ চোটপাট,

শংকা ভীষন, মনে ভয়টা-

কে পোড়ায় কার গাড়ি, এত যে লাশের সারি,

নেতা নেত্রীরা মরে কয়টা??

বাস-ট্রাক-ক্রেনটারে, পোড়া বড় ট্রেন'টারে,

পুড়ে যাক সবগুলো ডাব্বা,

ভয়ের তো নাই কিছু, তোদেরই তো সবকিছু,

কামাই করেছে তোর আব্বা!



পক্ষ : আত্মপক্ষ



হয়ে গেছি যান্ত্রিক, দেশ গনতান্ত্রিক,

দেশে জ্বলে বড় বড় বাত্তি,

এটা 'রাজনীতি' হলে, নিলাম কানটা মলে,

এ 'রাজনীতিরে' মারি লাত্থি!!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৪

শায়মা বলেছেন: ভাইয়া

অনেকদিন পর তোমার কবিতা!!!:):):)

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৬

এম আর ইকবাল বলেছেন:
হয়ে গেছি যান্ত্রিক, দেশটা গনতান্ত্রিক,
মিড়িয়ার বাড়াবাড়ি,
সন্ত্রাসের ছড়াছড়ি ,
ওটা নাকি তাদের ও স্বাধীনতা ।

৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:০৯

সাজিদনজরুল বলেছেন: apnake salam. Valo thakben.

৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:১৯

সাকিব বাপি বলেছেন: সেইরাম হইসে পুরাই...
হ্যাটস অফ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.