নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

নারী দিবসে’র কাব্য

০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৩৭





নারী দিবসে’র কাব্য



ওয়ার্ল্ডে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর,

নজরুল স্যার বলে গেছেন, এর হাফ নারী হাফ নর !

থ্যাংকিউ স্যার ভাল বলেছেন, লিখে গিয়েছেন যত-

বই-পুস্তক ঘেটে বলেন তো, এর পারসেন্টেজ কত?

বিজ্ঞানী আর আবিষ্কারক, লেখক মুনি ও রৃষি,

পারসেন্টেজ দেখে বলেন তো দেখি পুরুষ না নারী বেশি?

সবাইকে বেশ খুশি করতেই লিখে দিলেন এক কাব্য-

এক্সাম দিব, হলে বসে বসে কি লিখছি তাই ভাববো !!

বলতে পারেন, নারী না থাকলে জন্মাতো আর কে কে !

মীর জাফর আর ফেরাউন-তবে এরা এল কোত্থেকে?

নারীরা হয়েছে মায়ের জাতি, পুরুষরা হলো পিতা,

যদি বলি কই ‘পুরুষ দিবস’? একথাটা বড় তিতা !!

যদি বলি- ভাই সবাই মানুষ, এমন দিবস বানান,

কোনটা ভালো ও কোনটা খারাপ ঢাক ঢোল দিয়ে জানান।

এই কোটা আর সেই কোটা বল, নারী কোটা বলে কারে ?

নারীরাই হল আলাদা জাতের, কোটা বলে দিতে পারে !!

সমান মেধা ও প্রজ্ঞা সবার, সবাই মানুষ সমান-

ইন্টালেকচুয়াল বিবৃতি ছেড়ে চাপাবাজিটাকে কমান !

আমরা ভালো ও আমরা খারাপ, মিলায়ে মিশায়ে আছি-

নাই ভেদাভেদ নারী ও পুরুষে-এইভাবে যেন বাচি !!



(নারী দিবসে পুরুষ নারী সবাইকে শুভেচ্ছা :D)

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ১:৪০

রাজীব নুর বলেছেন: সুন্দর ।

২| ০৮ ই মার্চ, ২০১৪ দুপুর ২:০৩

রফিক এরশাদ বলেছেন: হুমমমমমম ধন্যবাদ।

৩| ০৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:০২

গোবর গণেশ বলেছেন: ধন্যবাদ আপনাকে

অধিকার আর মর্যাদা এক জিনিষ নয়। অধিকার আদায় করে নিতে হয় আর মর্যাদা নিজের গুনে পাওয়া যায়। আমার কাউকে মর্যাদা দিতে কোন আপত্তি নেই, যদি সে অধিকারী হয়। ওরা দূর্বল, বাহুবল নেই, তাই বাহুর জোরে যা কিছু অর্জন করতে হয় তা কোন দিনও তারা পাবেনা। মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা, আন্তরিকতা পুরোটাই দিতে চাই। নৈতিকতার বিষয়টিও ভূলে গেলে চলবেনা।

বলতে চাই,
=======

যাহা চাও, যেন জয় করে পাও-
গ্রহন না করো দান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.