![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
টিভি ছাড়লেই নারায়ানগঞ্জ, টিভি ছাড়লেই ফেনী,
আগুন লেগেছে, লঞ্চ ডুবে গেছে, পালিয়ে গিয়েছে খুনী।
মোদি অবশেষে গদি পেয়েছেন, আমাদের যে কি হবে!
কেকের মতন কেটেকুটে পরে দেশ নিয়ে যায় কবে!!
টিভি ছাড়লেই টকশোতে শুনি এসব জাবর কাটা-
কিছু লোক বসে চেটে চলেছেন দুই নেত্রীর পা’টা!
টিভি ছাড়লেই এসব নিউজ, কিছু নিউজ আছে পাইনা-
সাগর-রুনি-বিশ্বজিতের খুনীরা কোথায়? তাই না?
এ তারে মারে, ও রেপ করে, অপহরণতো চলছে-
এসব কে দেখে? যে যার মতন মুখস্ত কথা বলছে!
তদন্ত কমিটি (!) গঠন হয়েছে, কেউই রেহাই পাবে না,
বর্ডার গার্ড জোরদার আছে, খুনী দেশ ছেড়ে যাবে না!
ভন্ডামীর তো সীমারেখা নাই, তাই করি ভন্ডামী,
মরলে মরুক ছোটলোকগুলো, বেশ ভাল আছি আমি।
বিশ্বজিতকে কুপিয়ে মারলো প্রকাশ্য দিবালোকে,
কমিটি হয়েছে, তদন্ত হবে- তাকে মেরেছিল কে কে!
তাজরিন আর রানা প্লাজার ঐ তদন্তটা কি চলবে?
ঐ ঘটনায় কে কে দায়ী ছিল, কার আব্বারা বলবে?
হলমার্ক আর তানভীর কই? কোথায় আছেন তিনি?
কমিটিটা কই? ঐ ঘটনায় দায়ী কে বলেন শুনি?
পদ্মা সেতু ও রেলে দুর্নীতি, ত্বকীকে মারলো কারা?
কে রাখে হিসাব, কারা কই থাকে! কারা পেয়ে যায় ছাড়া!
লোকে বলে শুনি, পাগলের বউ লাগে সকলের ভাবী (!),
দেশটা এখন পাগলের বউ, ঘরে বসে বসে ভাবি!
দরকার নাই মামলা-বিচার-টকশো-সভা ও সমিতির,
লাগবেনা কোন তদন্ত, আমি গুষ্টি কিলাই কমিটির!
©somewhere in net ltd.