নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

কবুতর থেরাপি B-)

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৩৮





প্রচন্ড অসুস্থ কবুতর ছানা,

সেইদিন নিয়ে গেছি ডাক্তারখানা।

খাঁচাসহ নিয়ে গেছি রোগীকে-

ডাক্তার দেখে বলে, ‘রোগী কে?’

আমি বলি, ‘ রোগী দুটো লক্ষা,

দেখুন তো হল নাকি যক্ষা!

বলে দিন কি হয়েছে ব্যামোটা?

লাগলে থেরাপি, দিন কেমোটা!’ /:)

‘কি হয়েছে? কি রোগের লক্ষণ'?

‘করছে না কোন কিছু ভক্ষন!

খাবারে অরুচি কিছু খায়না,

কেউ দেখি কারও কাছে যায় না।

লক্ষণ নেই হাচিঁ বা কাশের-

বসে দেখি তারা গুনে আকাশের!

ভুলে গেছে ডিম পাড়া, পাড়ে না-

মোটিভেট করি, ধার ধারে না!’

ডাক্তার বলে, ‘বেশ বুঝলাম,

অসুখের কারণটা খুজলাম!’

পারিবারিক অশান্তি ভয় নাই,

আসলে এদের কিছু হয় নাই।’ :P

তারপর পরিচিত সেই সিন-

গছালেন একগাদা মেডিসিন।

‘এন্টিবায়োটিক সাথে ভিটামিন,

জিংক ট্যাবলেট আছে এটা নিন।

স্যালাইনটা খাওয়াবেন সকালে

হবে পরে যা-ই আছে কপালে!’

মেডিসিন নিয়ে ঘরে আসলাম

মনে হয় বড় বাঁচা বাঁচলাম। :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.