নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

তোমাদের যুগ, তোমাদের খুশি, মন যেটা চায় করো!! /:)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯



আমাদের যুগে আমরা যখন খেলেছি পুতুল খেলা,
তোমরা এখন সেই বয়সেই রাজনীতি কর ম্যালা।
লিখতে বসবো ওটা এনে দাও, স্কুলে যাব এক শর্তে,
আইফোন চাই, যদি এনে দাও তবেই বসবো পড়তে।
আমাদের যুগে আমরা যখন উড়ায়েছি কাটা ঘুড়ি,
ভাইবারে চ্যাট করছো তোমরা, সাথে সাইবার চুরি।
উত্তর মেরু দক্ষিণ মেরু সব তোমাদের জানা,
গুগল ম্যাপটা খুলে নিয়ে বস, স্পষ্ট দেখবে কানা।
আমরা দিতাম পোষ্টাল কার্ড, চিঠি পাঠাতাম খামে,
তোমরা এখন মিসকল দাও, ম্যাসেজ পাঠাও চামে।
আমরা খেতাম দুধ কলা রুটি বাটারবন বা কেকস্,
তোমরা হচ্ছ কমপ্লেন বয়, চালাচ্ছ কনফ্লেকস্।
আমরা খেতাম পিউর খাবার, ক্রাইমগুলো ছিল হাইড,
তোমরা খাচ্ছ ফরমালিন, ফলে মেশাচ্ছ কার্বাইড।
আমরা পেতাম কত ভিটামিন, ক্যালসিয়াম আর জিঙ্ক,
তোমরা খাচ্ছ হর্স-টাইগার কত এনার্জি ড্রিংক।
আমরা দেখেছি মদ ও গাঞ্জা- মাদকের যত নাম,
তোমরা এনেছ ইয়াবার যুগ, জুতার আঠা ও গাম। :P



আমরা খেলেছি গোল্লাছুট, কাবাডি ও কানামাছি,
এত এত পড়া, তোমরা বলছো, ‘ছেড়ে দে মা কেদেঁ বাঁচি’!
দাদুর মুখের গল্প শোনাটা ছিল আমাদের হবি,
তোমাদের হাতে টিভির রিমোট, দেখ লাল-নীল ছবি!
আমরা খেতাম ঢেকিঁছাটা চাল, দাদী নানীদের হাতে,
তোমরা মেশিনে চাল সরু কর, মোম মেশাও এর সাথে।
আমাদের যুগে নতুন ধানের নবান্ন হত গ্রামে,
তোমরা এখন পিঠা কিনে খাও ফাস্টফুডের দোকানে।
চিড়ার মোয়া, বাতাসা ও খই করেছি কত না চুরি,
তোমরা শুনেছি ইউরিয়া দিয়ে ফুলিয়ে দিচ্ছ মুড়ি।
এই যুগে এসে দেখছি ভেজাল, দুর্নীতি আর ঘুষ,
মিষ্টিকুমড়া পঁচিয়ে তোমরা করছো ম্যাংগো জুস।
খাল আর বিলে কত মাছ ছিল সবাই খেতাম ধরে,
থাই মাগুর আর পাঙ্গাসে আজ গিয়েছে বাজার ভরে।
আমরা খেলেছি খালি পায়ে আর দাদুরা পড়েছে খড়ম,
সেসব গিয়েছে, সাথে নিয়ে গেছে লজ্জা এবং শরম।
অবসরে ছিল গল্পের বই আর কবিতার ছন্দ,
ফেসবুক ঘেটে তোমাদের গায়ে ফেসবুক পঁচা গন্ধ! :P



অহেতুক ফোনে কথা বল আর সারাদিন হোয়াটস অ্যাপ,
বুদ্ধিজীবিরা বলে, ‘এটা হল জেনারেশানের গ্যাপ’।
ইউটিউব আর গুগল এসে গেছে, এসে গেছে টুইটার,
সময় ও মেধা কমে গেছে দাম শুধু এই দুইটার।
টেষ্টটিউবেই বেবী বানাচ্ছ, মেশিনে হচ্ছে ডিম,
আমাদের দিন শেষ হয়ে গেছে, এটা তোমাদের দিন।
লিভ টুগেদার ফ্যাশান হয়েছে, স্মার্ট হয়ে গেছে জাতি,
স্বাক্ষী হিসেবে ইউটিউবটা ভরে গেছে রাতারাতি।
স্টার জলসা, স্টার প্লাস বলো, জি বাংলা আর সনি,
এসব দেখেই শিখছো তোমরা সংসারে হানাহানি।
পলেটিক্স আর ক্রাইসিস বেড়ে গেছে সব ফ্যামিলিতে,
সেপারেট হয়ে ভাবছে বৌয়েরা তারাই গিয়েছে জিতে। ;)



আমাদের যুগে মেয়েরা ভাবতো ঢোলাঢালা জামা কিনি,
এখন মেয়েরা পড়ছে কাপড় পাতলা এবং মিনি।
আমাদের যুগে মার্ডার-রেপ ছিল না তো এত বেশি,
কমেছে মানুষ বেড়েছে পশু, ফুলেছে তাদের পেশি।
আমরা যদিও চুরি করতাম মুরগী, গরু বা উট,
তোমরা আনছো এয়ারপোর্টে স্বর্ণের বিস্কুট।
প্রশ্নপত্র ফাঁস কি জিনিস জীবনেও শুনি নাই,
চাকরি পাওয়ার জন্য অর্থ জীবনেও গুনি নাই। X(



ক্ষমতার লোভ ছিল না প্রকট আমাদের যুগে আগে,
এখন তো দেখি হায়েনারা সব ক্ষমতার পিছে ভাগে।
রাজনীতিকরা দেশপ্রেমী ছিল, ছিল না তো হালি হালি,
গলির গুন্ডা নেতা হয় আজ, লোকে দেয় হাততালি।
বড় বড় লোক মিথ্যে বলছে প্রকাশ্য দিবালোকে,
এসব মিথ্যে লাইভ দেখাচ্ছে টিভি চ্যানেলের লোকে।
মিছিল মিটিং, আমরা করেছি প্রতিবাদ অন্যায়ের,
তোমরা আগুনে পুড়ছো শরীর এক ভাই আরেক ভাইয়ের।
কিছু বললেই নাস্তিক হব, হতে পারি রাজাকারও,
তোমাদের যুগ, তোমাদের খুশি, মন যেটা চায় করো!! :((

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: হা হা ভাইয়া!!!
এক্সসেলেন্টো!!!!!!!!!! :)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৩

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ আপুনি :)

২| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬

শায়মা বলেছেন: প্রিয়তে নিলাম ভাইয়ু!!!!!!!!!!!:)

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৪

রফিক এরশাদ বলেছেন: স্পেশাল ধন্যবাদ আপুনি :)

৩| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!!! অসাধারন!!!!!!!!!!!!!!!!!


দারুনসসসসসস!

সংগ্রহেতো অবশ্যই :)

++++++++++++++++++++

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৫

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ বিদ্রোহী ভৃগু ভাই :)

৪| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:১৩

নিলু বলেছেন: লিখে যান

৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ৯:৪৮

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ :)

৫| ৩০ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১৭

এম এ কাশেম বলেছেন: একেবারে যুগের সাথে মিলে গেলো কবি
শুভেচ্ছা নেবেন কবি।

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

রফিক এরশাদ বলেছেন: শুভেচ্ছা আপনাকেও :)

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৫ রাত ১:০১

সুপ্ত আহমেদ বলেছেন: অসাধারন!!!! অসাধারন!!!!!!!!!!!!!!!!
প্রিয়তে নিলাম

৩১ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ সুপ্ত আহমেদ ভাই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.