নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

গনতন্ত্র /:)

০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৪


উড়ছে আগুন
পুড়ছে বেগুন
ভর্তা করব আজ,
চলে অবরোধ
নেই কোন বোধ
হাতে নেই কোন কাজ।
করবো সাবার
প্রচুর খাবার
জমানো রয়েছে ঘরে,
নাচি ধিনতা
নেই চিন্তা
কি-ই হবে, হোক পরে। B-)

গরিব কি খাবে?
কাজ কই পাবে?
আমারই বা তাতে কি?
কি পরেছে ঠ্যাকা,
খোঁজ নিয়ে দেখা,
কার আছে পাতে কি!
আমরা মানুষ,
ওরা অমানুষ,
দাও ব্যাটাদের ধমক!
ওদেরকে পিষে,
আসবে এ দেশে,
গণতন্ত্রের চমক!! /:)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০

নাজিয়া ফেরদৌস বলেছেন: খুব ভালো লাগলো । প্রতিবাদের ভাষায় তির্যকতা অসাধারণ ।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০

রফিক এরশাদ বলেছেন: যাদেরকে বলি তারা তো তির্যকতাটা বুঝে না আপু মনি....তারা হল কুকুরের লেজের মত :(

২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩

নিলু বলেছেন: লিখে যান

০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ নিলু ভাই/আপু :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.