![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
উড়ছে আগুন
পুড়ছে বেগুন
ভর্তা করব আজ,
চলে অবরোধ
নেই কোন বোধ
হাতে নেই কোন কাজ।
করবো সাবার
প্রচুর খাবার
জমানো রয়েছে ঘরে,
নাচি ধিনতা
নেই চিন্তা
কি-ই হবে, হোক পরে।
গরিব কি খাবে?
কাজ কই পাবে?
আমারই বা তাতে কি?
কি পরেছে ঠ্যাকা,
খোঁজ নিয়ে দেখা,
কার আছে পাতে কি!
আমরা মানুষ,
ওরা অমানুষ,
দাও ব্যাটাদের ধমক!
ওদেরকে পিষে,
আসবে এ দেশে,
গণতন্ত্রের চমক!!
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২০
রফিক এরশাদ বলেছেন: যাদেরকে বলি তারা তো তির্যকতাটা বুঝে না আপু মনি....তারা হল কুকুরের লেজের মত
২| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
নিলু বলেছেন: লিখে যান
০২ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:২১
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ নিলু ভাই/আপু
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪০
নাজিয়া ফেরদৌস বলেছেন: খুব ভালো লাগলো । প্রতিবাদের ভাষায় তির্যকতা অসাধারণ ।