নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

হরতালের খাবার মেন্যু B-)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১



খাবারের মেন্যু একেক রকম বর্ষা কিংবা শীতে,
কারো কারো সখ এসবের ছবি ফেসবুকে তুলে দিতে।
নববর্ষের আলাদা খাবার, মেন্যু থাকে আলাদাই
ফ্যাশন অনুযায়ী ভাতে পানি দিয়ে ইলিশ মাখিয়ে খাই।
বিয়েতে পোলাও কিংবা বিরানী, জন্মদিনের কেক,
কালাপানি ছাড়া পার্টি হবে না দ্যাটস ফর গড সেক।
খাবার রুচে না আমাদের মুখে মেন্যু না থাকলে ঠিক-
হরতালে মেন্যু কি হবে? তবে সরকার বলে দিক। :P
পেট্রোল দিয়ে রান্না চলবে, লাগবে না কোন তেল,
যাবতীয় তেল নিষিদ্ধ হোক, যে খাবে তার জেল।
বুলেটগুলোকে কষিয়ে কষিয়ে ভুনা কর কম আঁচে,
খোসাগুলো খুলে ফেলবে যখন মিনিট চার বা পাঁচে।
ভাজার আগেই ভাল করে ধুয়ে নিয়ে এস বোমগুলো,
ফুটে যেতে পারে খুব সাবধান! কমিয়ে রাখবে চুলো।
ককটেল দিয়ে তরকারী হবে দিতে হবে বেশী ঝোল,
খাওয়ানোর পরে চাটবে সবাই দেখলে ফেলবে লোল। :P
মজার খাবার আরো রয়ে গেছে হবে বারুদের ডাল,
পানসা হবে না, এটা হতে হবে খানিকটা বেশি ঝাল।
পিপার স্প্রে’টাও খুব ভাল হয় আন যদি দুই ক্যান,
স্বাদটা বাড়বে সবাই বলবে দু’চামুচ আরো দেন।
গান পাউডার লাগবে অনেক যখন বানাবে পায়েশ,
খাওয়া দাওয়া শেষে এটা খেয়ে নিলে মিটে যাবে সব খায়েশ।
হরতাল আমাদের সংস্কৃতি, জাতির বিবেকবোধে,
এসব খাবার মেন্যু হতে পারে হরতাল-অবরোধে। ;)

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪১

রক্তমাখা বিপ্লবি বলেছেন: ভাল লাগল, এই খাবার অভিজ্ঞতা আছে নাকি? :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৬

রফিক এরশাদ বলেছেন: রক্তমাখা বিপ্লবি ভাই, খাবারের অভিজ্ঞতা নাই তবে, বিভিন্ন টিভি চ্যানেলে মোটা মোটা আপার/আন্টিরা যে বিভিন্ন জাতের খাবার বানায়া দেখায় আপনের কি মনে হয় যে তারা এগুলা খায়..খায় না। খাইলে এই হাসি মাখা মুখটা দেখা যাইতো না :) :)

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫০

শায়মা বলেছেন: এ সকল খানা,ককটেল ছানা,বোমা বারুদেতে মেখে
দাও পাঠিয়ে নেতাদের ঘরে দেখুক তারা তা চেখে
কত বুক ফাটে, কত মা যে কাঁদে, বুক ভেসে যায় জলে
ক্ষমতালোভের লড়াইতিহাস লেখা আছে তার তলে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:১৩

রফিক এরশাদ বলেছেন: এই সব করে ফায়দা হবে না, লাভ নাই তাতে মোটে,
নেতারা খাবে না এসব খাবার, যারা জিতেছেন ভোটে।
এই সব খাবেন আপনি ও আমি যারা খাই রোজগারে
চুপ করে যদি না থাকি আপু, যেতে হবে কারাগারে!!! :(

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩২

ভূতের কেচ্ছা বলেছেন: সুকুমার রায়ের আত্না কি আপনার উপর ভর করেছে?

অসাধারণ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫৭

রফিক এরশাদ বলেছেন: ধন্য হতাম যদি তাই হত :) ধন্যবাদ ভূতের কেচ্ছা :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.