![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
মানুষের পরিচয় নামে নয়, গুনে!
মানুষ যাবে না চেনা শুধু কথা শুনে।
কিছু লোক কাজ কম কথা বেশি বলে,
শাক দিয়ে মাছ ঢেকে দেয় কৌশলে।
কিছু লোক দিনে সাধু, রাতে করে চুরি,
আশে পাশে এই লোক দেখি ভুরি ভুরি।
বন্ধুর বেশে কিছু লোক এসে জুটে,
গাছে উঠা শেষ হলে মই নিয়ে ফুটে।
কিছু লোক থাকে চুপ, ডুবে খায় জল,
দেখলে যায় না চেনা ওরা কোন দল।
গায়ের পোশাক দেখে কিছু যায় চেনা,
কোন ব্র্যান্ডের সেটা কোত্থেকে কেনা!
ব্যবহারে চেনা যায় কে কোন ধরনের,
বেটে মোটা সাদা কালো শারিরীক গড়নের।
দুইদিন কথা বলে চিনবে না রুপটা,
হঠাৎ সুযোগ পেলে দিয়ে দেবে কোপ টা।
সমাজের কিছু লোক আছে ঝগড়াটে,
যেইদিকে ইস্যু আছে ওইদিকে হাটে।
চিনবে মানুষ তুমি টাকা ধার দিয়ে,
আর যাবে চেনা যদি হয়ে যায় বিয়ে!
মানুষের পরিচয় মানুষের হাতে-
ছাই দিয়ে লাভ নেই কারো বাড়া ভাতে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৭
রফিক এরশাদ বলেছেন: অশেষ ধন্যবাদ
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৭
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগসে। ছবিটাও দিসেন সেইরকম!
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৮
রফিক এরশাদ বলেছেন: আবার জিকস্ ধন্যবাদ
৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১২
কলমের কালি শেষ বলেছেন: ছন্দময় কবিতা ভাল লাগল । ++
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৯
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ ভাই
©somewhere in net ltd.
১|
১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩৪
নিলু বলেছেন: ভালো লাগলো , লিখতে থাকুন