নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

চাইনা ফাগুন, জানটা নিয়াই চলিতেছে টানাটানি!! /:)

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯



‘ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত’-
এই কথাটা প্রথম কে কইছিলো কনতো?
সে বোধহয় দেখে নাই বাংলার বর্তমান face,
খায় নাই পেট্রোল বোমা কিংবা পুলিশের দুই একটা কেস! ;)
কৃষ্ণচূড়ার ডালে ডালে আজ ফুলের বদলে ঝুলছে বোমা,
যে কোন সময় change হয়ে যেতে পারে আপনার আমার খোমা!
প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে কাটাবে একটা সন্ধ্যে,
সেই উপায় নেই, থাকবে না মাথা কোন এক জনের স্কন্ধে।
পাবলিক প্লেসে বসতে গেলে পুলিশ চাইবে চাঁদা,
চাইনিজে ঢুকে বসবে দুজন, প্রেমিক কি এতো গাধা! :P
ঘুড়বে দুজন মোটর বাইকে সম্ভব নয় সেটা,
দুজন তো বসা যাবে না বাইকে, সরকারী রুল এটা।
খুব সেজেগুঁজে আসলো প্রেমিকা, রঙ মেখে নিল গালে,
‘বাসন্তী রঙ্গ’ পোশাক হয়তো convert হলো লালে।
ঢামেকে’র বার্ন ইউনিটে যাও, ‘বসন্ত’ বলে কারে-
একটু সময় কাটিয়ে আসলে টের পাবে হাড়ে হাড়ে!
আকাশে বাতাশে পোড়া মানুষেরা করিতেছে কানাকানি,
চাইনা ফাগুন, জানটা নিয়াই চলিতেছে টানাটানি!! /:)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.