![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
ইচিং বিচিং চিচিং চা
প্রজাপতি উড়ে যা,
ইচিং বিচিং চিচিং,
খেলতে খেলতে তুমি দিলে
ভালবাসার টিচিং!
গেলাম ফেঁসে
ভালবাসার আইনে-
শুভেচ্ছা নাও
হ্যাপি ভ্যালেন্টাইনে!
ভালবেসে প্রেম করেছি, সখি তোমার সনে-
ঠিক করেছি চলে যাব প্রেমের বৃন্দাবনে।
বৃন্দাবনের বৃক্ষশাখায় স্বর্গ সুখের ঘর,
তুমি আমি-আমি তুমি, বাদ বাকি সব পর।
এত সুন্দর স্বপ্নটাকে মিথ্যে মনে হয়,
কারণ আমার দশ চলছে তোমার বয়স ছয়!
শুধু তোমারেই ভালবাসি আমি
অন্য কাউরে বাসি না,
আমার কষ্টে তুমি হাসো
আমি তোমার কষ্টে হাসি না।
তোমার বিরহে মনজুড়ে শুধু
ধুঁ ধুঁ মরুভূমি খাঁ খাঁ-
তোমার হৃদয়ে আমি নাই
তবু এ হৃদয়ে তুমি আঁকা!
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ শাহরীয়ার সুজন ভাই
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৩
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ +++++++++++ সেলিম আনোয়ার ভাই
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৩২
শাহরীয়ার সুজন বলেছেন: বেশ মজার। ভালো লাগলো।