নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যাহা বলিব মিথ্যা বলিব । সত্যের ভাত নাই তাই সত্য বলিব না।

রফিক এরশাদ

..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!

রফিক এরশাদ › বিস্তারিত পোস্টঃ

'ফেসবুক অধিকার' আইন! :-/

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪৩


ফেসবুকে হয় প্রেম, রিলেশনশীপটা-
সবাই ইউজ করে গরীব বা কিপটা।
কত জুটি এক হল এইটার কারনে,
ক্ষান্ত দেবেনা কেউ নিষেধ বা বারণে।
কিন্তু বিয়ের পরে ফেসবুক ইউজে,
আমার কাহিনী ফেলে দেবে কনফিউজে! :-*
ফেসবুক আমার নেশা, চব্বিশ ঘন্টা-
যেখানেই থাকি তাতে পরে থাকে মনটা।
ওয়াশরুম, বাথরুম আর টয়লেটে,
যখন আহার করি ভাত থাকে প্লেটে।
যখন অফিসে থাকি, সি এন জি-তে,
কোট টাই পরি, বাধিঁ জুতোর ফিতে।
মর্নিংওয়াক করি, যাই মার্কেটে,
কিংবা কোথাও যদি যাই হেটে হেটে,
বৌকে দেইনা টাইম, দেই ফেসবুকে,
হাসিও দেখিনা তাই বেগমের মুখে।
সন্দেহ বেড়ে গেছে আমার আচরনে,
কি করছি উকিঁ মেরে দেখে ক্ষণে ক্ষণে।
ঘুম থেকে উঠে দেখে আছি কিনা পাশে,
আমি ভাবি, যদি ফ্রেন্ড রিকোয়েষ্ট আসে!!
বৌটা ঘুমিয়ে পরে, আমি পরি নাই,
প্রোফাইল পিক’টা আজ চেন্জ করি নাই।
নতুন স্টেটাসগুলো দেখা দরকার,
নতুন কি কাহিনী করেছে সরকার।
কোন কাজগুলো ভাল, কি কি কাজ মন্দ,
দেখবো আজব গরু যার চোখ অন্ধ!
রিলেশনে ক্ষতি হয় কোন কোন কাজে,
কিছু পোষ্ট দেয়া থাকে খুব আজেবাজে। :P
মেদ কমানোর টিপস, থাকে রুপচর্চা,
অনলাইন শপিং আছে, খুব কম খরচা।
জুতো জামা শাড়ি চুড়ি, পেটিকোট কি ব্লাউজ,
ঔষধি জড়িবুটি, দাউদ বা বিখাউজ।
ফটোশপে কারসাজি, এর মাথা ওখানে,
কিভাবে করতে হবে না গিয়ে দোকানে।
তারকারা করলো কি কাহিনীর শেষটায়,
গন্ধ তুলনামুলক বেশী কার গ্যাসটায়। :P
লাইক ও কমেন্টস দাও, দিয়ে দাও শেয়ারে,
আশংকাজনক, এটা বেড়ে গেছে যে হারে!
মেয়ে ফ্রেন্ডদের সাথে ইনবক্স চ্যাটিং-এ,
আচমকা বৌ এসে বাধা দেয় ডেটিং-এ।

কানে ধরে নিয়ে যায় ঘুম থেকে উঠিয়া,
যখনি আড্ডাবাজি চলছিল চুটিয়া! :((
সংবিধানের ধারা সেকশান নাইনে,
‘ফেসবুক অধিকার’ থাকা চাই আইনে।
সংসদে বিল পাশ করে দিক সরকার,
এটা সময়ের দাবী, এক্ষুনি দরকার!! :-/

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৯

নিস্পাপ একজন বলেছেন: দারুন হয়েছে B-))

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০

রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ নিস্পাপ একজন ভাই :)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

শায়মা বলেছেন: হাহা


ভাইয়া!!!!!!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪

রফিক এরশাদ বলেছেন: অাপনি হাসলে মন ভালো হয়ে যায় আপুনি :) :) ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.