![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
দুইজনে রোজ বসে থাকতাম পার্কে,
হিসাবটা কষতাম, দুইজন কার কে!
রেস্তোরা, চাইনিজ, ফুচকার দোকানে,
খাওয়া ছাড়া কোন কথা ঢুকতো না দু’কানে।
ফখরুদ্দিন-হাজী-নান্নার বিরানী,
ভরপেট খাওয়া-দাওয়া তারপর জিরানি।
বিএফসি, কেএফসি আর সিপি চিকেনে,
খেতাম আর দেখতাম কারা কারা কি কেনে!
মোস্তাকিমের চাপ, লুচি আর মগজে,
চোখ ছানাবড়া হত বিলটার কাগজে।
কাবাব বা বটি নাও, চটপটি-ফুচকা,
সাথে শপিংয়ের ব্যাগ- গাট্টি ও পোঁচকা।
সারাদিন খাওয়া দাওয়া, আলসেমি আড্ডা,
লালবাগ থেকে ধরে উত্তর বাড্ডা।
শনি সোম মঙ্গল শুক্কুরবার কি!
প্রেমের আরেক নাম খাওয়া ছাড়া আর কি!!
কিন্তু কাজের কাজ হয়ে গেল একটা,
দিনে দিনে বড় হল আমাদের পেটটা।
রোজ এক্সারসাইজ করি গুনে কুড়িটা,
তারপরও কমছে না আমাদের ভূড়িটা।
ফেঁসে গেছি, পারছিনা আর ভালবাসতে,
পারছিনা কেউ কারো কাছাকাছি আসতে!!
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৫৩
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ saudiprobashiashraf ভাই
©somewhere in net ltd.
১|
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০০
সৌদি প্রবাসী আশরাফ বলেছেন: হাহাহা...রম্যকাব্য ভালোই হয়েছে...