![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
শুয়ে বসে থাকি কিংবা যখন থাকি রিকশা বা বাইকে,
মন শুধু চায় হেল্প করে যাই চারপাশের সবাইকে।
কত অসহায়, দু:খী ও গরীব, বিপদগ্রস্থ নারী,
ঘরবাড়ীহীন ফুটপাথে থাকা ক্ষুধার্ত ভিখারী।
ল্যাংড়া ও লুলা, বোবা কালা যত থাকে রাস্তার ধারে,
একই মিথ্যার ফুলঝুড়ি নিয়ে ঘুড়েফিরে বারে বারে।
‘ক্ষিদা লাগছে’, ‘মায়ের অসুখ’, ‘বাপের হবে অপারেশান’,
হাতে নিয়ে ঘুড়ে সার্টিফিকেট, ছবি – এইসব ফ্যাশান।
‘বাস চালাতাম’, ‘এক্সিডেন্টে চলে গেছে পা ও হাত’,
আছে শিউরিটি? ভিক্ষার টাকায় খাবে গান্জা না ভাত!
ঠিক করেছি এখন থেকে এদের হেল্প করা বাদে,
হেল্প করবো তাকে যিনি আছেন একচুয়াল বিপদে!
সেইদিন দেখি এক আপামনি ঠেলছে নষ্ট গাড়ী,
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো এসব? আমি যাই তাড়াতাড়ি!
হেল্প করার অনেক সুযোগ আছে, হেল্প করার নেই অন্ত,
আমাকে দেখুন, হেল্প করার এক জ্বলন্ত দৃষ্টান্ত!!
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ রাজীব নুর ভাই
২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:২২
চাঁদগাজী বলেছেন:
কবিতা থেকে মনে হচ্ছে যে, আপনি ভালো মনের মানুষ।
ছবি হৃদয়ে হরমোনের আধিক্য প্রমাণ করছে!
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:২৪
রফিক এরশাদ বলেছেন: চাঁদগাজী বাই, আফনে ঠিকঅই কইছুইন..আমি বালা মানুষ! কুন্তু আফনে ছাড়া এইডা আর বুজবো ক্যালা? ধইন্যবাদ বাই
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:১১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০১
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ বস
©somewhere in net ltd.
১|
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫০
রাজীব নুর বলেছেন: সুন্দর হয়েছে।