![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
লোকে বলে, ‘কে বড়? কলম না তলোয়ার?
কার জোর কত বেশী ? কে বড় খেলোয়ার?’
চালাক বলে, ‘বেশী কলমের জোর,
এক্সামপল : উকিল আর ঘুষখোর’।
‘অস্ত্রই বড়’ বলে রাজনীতিবিদে,
‘অস্ত্রের মুখে লোকে হয়ে যায় সিধে’!
এই যুগে বেড়ে গেছে তর্কের স্কোপ,
‘অস্ত্রটা বড় নাকি বড় টেথস্কোপ?’
ডাক্তারী টেথস্কোপ এই যুগে দামী,
তার এক্সামপল আপনি ও আমি।
পা কেটে গেলে বলে, ‘সমস্যা বুকে’!
টেথস্কোপ দিয়ে চেক করে ঝুঁকে ঝুঁকে।
এমআরআই, সিটিস্ক্যান, এন্ডোসকপি-
চেকলিস্ট দেখে টেষ্ট করে দেয় কপি।
চেক করে কোন টেষ্ট হয়ে গেল মিস,
নইলে ভেস্তে যাবে ডায়াগনোসিস!
তিন চার পাঁচ দশ হাজার বা বারো-
‘আমি অপরাধী, দাও, টেষ্ট দাও আরো’!
কোন টেষ্ট কোনখানে, কোথায় কি করবে,
কোন টেষ্ট কই গেলে কত টাকা পড়বে!
যে রোগীর কোন ব্যাথা ছিল না তো বুকে,
বুকের ব্যাথায় রোগী মরে ধুকে ধুকে!
জমি জমা বেচে করে ডাক্তারী টেষ্ট,
ডাক্তার বলে শেষে, ‘ডোন্ট আপসেট!
যা ভেবেছি হয় নি তো কিছু ডানে বায়ে,
পায়ের চামড়া কেটে গেছে ডান পায়ে’।
কে জানে, ডাক্তারী কোথায় সে শিখছে!
এবার রেফার করে অর্থোপেডিকসে।
নয়া ডাক্তার হাসে, হাতে টেথস্কোপ,
যেভাবে কসাই হাসে দেয়ার আগে কোপ!
হঠাৎ বেরিয়ে আসে টেষ্টের খাতা,
'এক্সরে করতে হবে কেটে যাওয়া পা’টা'।
রোগী বলে, ‘ডাক্তার এবার আমি মরবো,
এর জন্য আমি কি কি টেষ্ট করবো’?
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩১
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ
২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫
অন্যসময় ঢাবি বলেছেন: রোগী বলে, ‘ডাক্তার এবার আমি মরবো,
এর জন্য আমি কি কি টেষ্ট করবো’?
কয়েকটা লাইন এপিক পর্যায়ের।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৬
রফিক এরশাদ বলেছেন: অন্যসময় ঢাবি ভাই..ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৫
প্রামানিক বলেছেন: সুন্দর