![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
..সুযোগ পেলে চলে যাবো শহর ছেড়ে দুরে / কষ্টগুলো ফেলে যাবো পাশের আস্তাকুড়ে!
কি জমানা আইলো মোবাইল রাখতাছে সব সচল,
এই বস্তু ছাড়া এখন লাইফ মনে হয় অচল।
কামের কথা কিংবা আকাম, কিডনাপ বা হুমকি,
ননস্টপ চলতাছে টকিং, সজাগ কি আর ঘুম কি!
রিক্সাওয়ালা থেইকা শুরু, ভিক্ষুক এবং সাধু,
চালায় কথা আন্ডা বাচ্চা-জোয়ান-বুড়া দাদু।
ঘরে কথা বাইরে কথা বারান্দা বা ছাদে,
মোবাইল কানে হাসতে থাকে, মোবাইল কানেই কাঁদে।
অভিমান আর ঝগড়া-জাটি যখন গরম দু’কান-
মোবাইল ফোনে সবাই যেন খুলছে কথার দোকান।
‘এইটা করি’ ‘ওইটা করি’ ‘ব্রাশ করতাছি দাঁত’
ফোনে জিগায়, ‘আচ্ছা মাম্মি ক্যামনে রান্ধে ভাত’?
‘ঘুমাইতে যাই’ ‘উঠলাম এখন’ ‘ছাইড়া দিলাম গ্যাস’
‘এখন ক্লাসে রওনা হমু’ ‘নাস্তা খাওয়া শেষ’।
অপারেটর কোনটা ভাল, বিএল-জিপি-রবি,
কম কলরেট পাওয়ার আশায় সিম থাকা চাই সবই।
ব্যালেন্স রিচার্জ অনেক সহজ, দু’শ চারশো পাঁচশো-
গভীর রাতে জমবে পিরিত, খুলবে কথার বাকসো।
মোবাইল ফোনে এত্ত কথায় সবাই বিজি, কাল
প্রধানমন্ত্রী বলছে, ‘জাতি হইছে ডিজিটাল’।
মোবাইল টকিং আর মানে না টাইম ও সিচ্যুয়েশন,
দামী সেটে মোবাইল টকিং এই জামানার ফ্যাশন!!
০৩ রা মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭
রফিক এরশাদ বলেছেন: ধন্যবাদ নিস্পাপ একজন ভাই
©somewhere in net ltd.
১|
০৩ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৭
নিস্পাপ একজন বলেছেন: কার্টুনটা মারাত্নক, লেখাও সেইরাম
চালিয়ে যান।