![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেউ নেই কিছু নেই
একথা ভাবতেই অন্ধকারে ঢেকে যায় সব
হতাশায় ভরে যায় মন।
মনে হয় মূল্যহীন সব
যেন অর্থহীন এ জীবন।
কেউ আছে কিছু আছে
একথা ভাবতেই আলোয় ঝলমল চারপাশ
ভরসায় ভরে যায় বুক।
অর্থময় হয়ে উঠে সব
তখনি জীবনে আসে সুখ।
©somewhere in net ltd.