নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

রাজন, তোমার আত্মার কাছে ক্ষমা চাইছি

৩০ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:১৪

তোমার আত্মার কাছে ক্ষমা চাওয়া ছাড়া
আমার আর কিছুই করার নেই ।
কেননা আমি আমার অস্তিত্ব সম্পর্কে
আজকাল আর নিশ্চিত নই।
অহেতুক বেঁচে আছি এতোদিন
আমার আত্মার কোনো উন্নতি ঘটেনি।
অথচ চারপাশে উন্নতির প্রবল জোয়ার
ভেসে গেছে মূল্যবোধ নিয়ম শৃঙ্খলা আইন কানুন সব
কেবল উন্নতি
উন্নতির চুড়োয় উঠবার কী বিপুল আয়োজন।
শুধু উন্নতির জন্যে
প্রাণান্ত প্রতিযোগী সবাই।
প্রতিবাদহীন জনসংখ্যা বেড়েই চলেছে
মানুষ বাড়ে না তাই
কারো মৃত্যুদৃশ্য বড়ই উপভোগ্য
তাই কাউকে মারতে দেখে মরতে দেখে
কোনো প্রতিবাদ নেই আহাজারি নেই।
এখানে এখন চাইলেই
যে কারো হাড়গোড় ভাঙা যায়
যাকে খুশি গুম করে ফেলা যায়
পুড়িয়ে ফেলা যায় ডুবিয়ে দেয়া যায়
পাঠিয়ে দেয়া যায় পরলোকে অনায়াসে।
তবু কেউ কেউ নিজেকে মানুষ ভেবে
কিংবা নিজেকে মানুষরূপে তুলে ধরতে
কয়েকদিন প্রতিবাদ করে অনলাইনে
কালেভদ্রে রাস্তায় দাঁড়িয়ে।
তোমার ক্ষেত্রেও তাই হবে
একথা নিশ্চিত জানি।
অনেকেই বিচার চাইছে চাইবে আরো কিছুদিন
হত্যাকারী কেউ কেউ ধরা পড়বে
অতঃপর বহুদিন কেটে যাবে
এবং ঘাতকেরা জানে
আমাদের স্মৃতি বড়ই দুর্বল।
তাছাড়া কোনো বিচার
ফেরাতে পারবে কি তোমাকে আবার?
তাই তোমার হত্যাকারীদের অভিশাপ দিচ্ছি –
ওদের মৃত্যু হোক তোমার মৃত্যুর চেয়ে কঠিন এবং যন্ত্রণার।
রাজন, আমার অক্ষমতা মেনে নিয়ে
তোমার আত্মার কাছে ক্ষমা চাইছি।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.