নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গঃ রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যু দিবস

০৬ ই আগস্ট, ২০১৫ বিকাল ৪:৫৬

বাংলা ভাষা ও বাঙালি জাতিকে বিশ্বের কাছে কে প্রথম পরিচিত করে তুলেছিলেন ? এ প্রশ্ন করলেই নির্দ্বিধায় যে কোনো শিক্ষিত বাঙালি যে নামটি উচ্চারণ করবে, সে নামটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর । সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মৃত্যু বার্ষিকী পালন নিয়ে বাঙালি জাতি দ্বিধাবিভক্ত । এই বিভক্তি যে কোনো রবীন্দ্রপ্রেমী মানুষকে
কষ্ট দেয়ার কথা। কিন্তু বাস্তবতা ভিন্নরকম। আমাদের দেশে আজ রবীন্দ্রনাথের মৃত্যুবার্ষিকী পালন করা হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন টি ভি চ্যানেলে দিনব্যাপী নানা অনুষ্ঠান প্রচারিত হবে। সে সব অনুষ্ঠানে অনেক রবীন্দ্রপ্রেমী মানুষ, রবীন্দ্র-বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। রবীন্দ্রনাথকে নিয়ে পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য রাখবেন। কেউ কেউ কোথাও কোথাও বলবেন আমাদের বাংলা বর্ষপঞ্জি সঠিক । বর্ষপঞ্জি অনুসারে আজই বাইশে শ্রাবণ। কোলকাতা কী করলো তা আমাদের দেখার দরকার নেই। আগামীকাল ভারতে বিশেষ করে কোলকাতায় রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ দিবস পালন করা হবে। তারা তাদের বাংলা বর্ষপঞ্জি অনুসারে নিজেদের সঠিক মনে করবে এটাই স্বাভাবিক।কিন্তু কোনটা সঠিক,সে প্রসঙ্গে বর্ষপঞ্জি সংক্রান্ত বিতর্ক দূরে সরিয়ে বলা যায় যে, রবীন্দ্রনাথের বংশধরগণ, রবীন্দ্রনাথের গড়া প্রতিষ্ঠান শান্তিনিকেতন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় যে দিনটিকে তাঁর মৃত্যু দিবস হিসেবে পালন করবে সেটাই কি সঠিক নয়? জন্মদিবস পালনের ক্ষেত্রেও একই কথা বলা যায়। সে যাই হোক, রবীন্দ্রনাথের জন্ম ও মৃত্যুদিবস নিয়ে বাঙালি জাতির এ বিভক্তি দূর হওয়া প্রয়োজন। যদি বাংলা বর্ষপঞ্জি সংক্রান্ত মতবিরোধ দূর না করা যায়, সে ক্ষেত্রে অবলম্বন হতে পারে খ্রিস্টীয় বর্ষপঞ্জি। বাংলাদেশ ও ভারত উভয় দেশেই জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো খ্রিস্টীয় বর্ষপঞ্জি অনুসারে পালিত হয়ে থাকে। কয়েকটি উল্লেখ করছি । বাংলাদেশের------
স্বাধীনতা দিবস – ২৬ মার্চ
বিজয় দিবস – ১৬ ডিসেম্বর
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস – ২১ ফেব্রুয়ারি
জাতির জনকের জন্মদিন – ১৭ মার্চ
জাতীয় শোক দিবস – ১৫ আগস্ট
ভারতের------
প্রজাতন্ত্র দিবস – ২৬ জানুয়ারি
স্বাধীনতা দিবস – ১৫ আগস্ট
মহাত্মা গান্ধীর জন্মদিন – ২ অক্টোবর
নেতাজী সুভাষ বসুর জন্মদিন – ২৩ জানুয়ারি
সুতরাং রবীন্দ্রনাথের জন্মদিন ৭ মে এবং মৃত্যু দিবস ৭ আগস্ট পালন করলে দোষ বা ক্ষতিটা কী ? দুই দেশের বাঙালি পণ্ডিতগণ ভেবে দেখবেন কি ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.