![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৃথিবীতে আজ বিভ্রান্ত বিবেক সব
আরণ্যক নির্বোধেরা সারাক্ষণ মত্ত কোলাহলে ।
কোথাও স্থিরতা নেই
কোথাও বিশ্বাস নেই ।
এখানে জীবন ঘিরে অবিরাম নৃত্য করে
অনিশ্চিতের প্রেতিনী । নিত্য ছুটে চলে
উদ্বেগহীন হননের শব্দহীন শ্বাপদ শকট ।
এখানে প্রগতি মানে শুধু অতিক্রম করা
আমিত্বের অহঙ্কারে সান্নিধ্যের সুতো ছেঁড়া ।
এখানে নিখাদ প্রেম মানে প্রাচীন মানসিকতা
তৃপ্তি নেই এক দেহে
দুঃসাহসী নারীর শরীর
পুরুষেরা কামুক কুকুর ।
এখানে সুন্দর মানে প্রসাধনী প্রতারণা
থুবড়ো মুখ মূল্যবোধ আকণ্ঠ তৃষ্ণায় কাঁপে
প্রজ্ঞার তরঙ্গ ক্ষীণ ।
নির্বোধের অহঙ্কার তোলপাড় ঢেউ তুলে
উন্মাদ উল্লাসে ছুটে চলে
শূন্যতার গাঢ় নাভিমূলে ।
এখানে ছড়ানো ঘরে ঘরে
পথে পথে বঞ্চনার যন্ত্রণার হাহাকার
এখানে আকাশ জুড়ে
শকুনেরা উড়ে অবিরত।
সমতল ভূমি নেই
এখানে দাঁড়ানো মানে অনিবার্য পাতালে পতন ।
এই সব দেখে শুনে
চেতনায় জ্বলে লেলিহান চিতা ।
হৃদয়ে মননে জাগে নির্মম আক্রোশ –
এই আরণ্যক পৃথিবীর
সমূহ বিনাশ চাই আমি ।
( গ্রন্থ - আমি কোনো কবিতা লিখি না )
২| ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৫
বার্ণিক বলেছেন: ভালো লেগেছে।
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৯
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
মি্রাজ বলেছেন: এখানে ছড়ানো ঘরে ঘরে
পথে পথে বঞ্চনার যন্ত্রণার হাহাকার ।
এখানে আকাশ জুড়ে
শকুনেরা উড়ে অবিরত।
সমতল ভূমি নেই
এখানে দাঁড়ানো মানে অনিবার্য পাতালে পতন ।
অসাধারণ !! ভালো লাগলো ।