![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ নভেম্বর মাসের তিন তারিখ। ১৯৭৫ সালে এই দিনে কারাগারের ভেতরে জাতির চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। তাঁদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু দুঃখের বিষয় এই যে, মুক্তিযুদ্ধে অনন্য অবদান
রাখা জাতির চার নেতাকে হত্যার দিনটিকে আজো শোক দিবস ঘোষণা করা হয় নি। বর্তমান সরকারের কাছে প্রশ্ন, শোক দিবস হওয়া উচিত নয় কি? অন্যদিকে এ দিনটিকে বলা হয় “জেলহত্যা দিবস", যা ভুল । জেলহত্যা বলতে জেলকে হত্যা বোঝায়। যেমন – পিতাকে হত্যা=পিতৃহত্যা, মাতাকে হত্যা=মাতৃহত্যা, গো(গরু)কে হত্যা=গোহত্যা। জেলের ভেতরে হত্যা যদি জেলহত্যা হয়, তবে ঘরের ভেতরে হত্যা=ঘরহত্যা, পাহাড়ের ভেতরে হত্যা= পাহাড়হত্যা, গাড়ির ভেতর হত্যা=গাড়িহত্যা হবে। কিন্তু তা কি সঠিক? তাই “ জেলহত্যা দিবস” নয়, এ দিনটিকে “জাতীয় চার নেতা হত্যা দিবস” বলা গুরুত্ববহ হবে। দাবি জানাচ্ছি ,এ দিনটিকে শোক দিবস ঘোষণা করা হোক।
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৪
সায়ন্তন রফিক বলেছেন: সবাই বললেই সব কিছু ঠিক হয়ে যায় না ।
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৭
ইনফেকটেড মাশরুম বলেছেন: বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার তুলে আনছিলেন। আর জাতীয় শোক দিবসের নাম বদলে দিয়ে কি করা যায় সেটারও সুপারিশ করেন।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২৩
বার্ণিক বলেছেন: সবাই তবে বলে কেন?