![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
( আমার তৃতীয় কাব্যগ্রন্থ বেরোলো। সেই গ্রন্থের একটি কবিতা।)
বিগত স্মৃতির শরীরের অবসন্ন ঘ্রাণ
জীবনের উষ্ণতাকে ঘিরে
অন্ধকারে নাচে
মাতাল আসর জমে মরু বালুকায়।
এলোমেলো কথা বলে
বণিক আত্মাকে দিই ফাঁকি।
বাজারের কোলাহলে বেদনাকে ঢাকি।
তবু স্মৃতির শরীর বিমর্ষ শয্যায় সঙ্গী হয়
লেপটে থাকে সারারাত।
আমার উষ্ণতা চেটেপুটে খায়।
অন্ধকারে শীতল হাওয়ায়
আমি কেঁপে উঠি বারবার
স্মৃতি তবু আমাকে জড়িয়ে আরামে ঘুমায়।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০০
মনস্বিনী বলেছেন: কবিতা এবং বইয়ের প্রচ্ছদ দুটিই সুন্দর।
১৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:২৬
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৭
বার্ণিক বলেছেন: খুবই সুন্দর কবিতা।
২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৬ ই জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭
রুদ্র জাহেদ বলেছেন:
অসম্ভব সুন্দর কবিতা।কাব্যগ্রন্হের জন্য অনেক অনেক শুভকামনা রইল