নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সায়ন্তন রফিক

অপেক্ষায় আছি কেউ একজন আসবেই আলোয় ভরিয়ে দেবে সব।

সায়ন্তন রফিক › বিস্তারিত পোস্টঃ

বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ-২

২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩২


মনের মতন সঙ্গী
খুঁজে খুঁজে শেষে
কাকে পেলে ?
মন যাকে চায় তাকে
কোথাও কি মেলে ?




আকাঙ্ক্ষা মিটেছে সব
তবু কার ছোঁয়া
চায় মন ।
যত বেশি মেলে তত
অতৃপ্ত জীবন ।




প্রত্যাখ্যান মেনে বুকে
ক্ষত নিয়ে চলে
যায় ফিরে ।
তবু জেগে থাকে প্রেম
মরুভূমি ঘিরে ।




জটিল মৌমাছি সব
মায়াবী মৌচাক
রাখে ঘিরে ।
কে যেন নিঃশ্বাস ফেলে
সময়ের তীরে ।

১০

অতল গহ্বর জুড়ে
বিরূপ আঁধার
সীমাহীন ।
সময় হারায় তবু
রেখে যায় ঋণ ।

(গ্রন্থ - বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা)

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৮

আদমের ছেলে বলেছেন: চমৎকৃত

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৩

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

২| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৪

কালের সময় বলেছেন: ভালো লাগল ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।

৩| ২০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫২

মনস্বিনী বলেছেন: খুব সুন্দর। অল্প পরিসরে গভীর জীবনবোধের প্রকাশ।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৫

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১:৫৪

জনি চৌধুরী বলেছেন: আপনার ছোট কবিতা গুলো ভালো লেগেছে, তাই আমার ফেসবুকে একটা কবিতা শেয়ার করলাম, আপনার অনুমতি ছাড়া, মাপ করবেন তবে সংগৃহীত কথাটা লিখেছি। ভালো থাকবেন।

২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৭

সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। অনুমতি বা ক্ষমা চাওয়ার কিছু নেই। আপনার পছন্দে হলে শেয়ার করবেন।

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৬

বার্ণিক বলেছেন: ছোট ছোট কবিতাগুলো খুব সুন্দর।

৬| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:১৫

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

৭| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:০০

তাসলিমা আক্তার বলেছেন: আট নাম্বারটা বেশি ভালো।

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:২১

সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.