![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেরোলো আমার চতুর্থ কাব্যগ্রন্থ “ অন্তর্মুখী সপ্তপদী গুচ্ছ এবং একটি দুর্বোধ্য প্রলাপ”। প্রকাশক-স্বরব্যঞ্জন। প্রচ্ছদ- সায়ন্তন রফিক। বইমেলায় স্টল নম্বর-৩৯৩। এ গ্রন্থের দুটি কবিতা-
১
একেবারে নগ্ন হয়ে হেঁটে
পৌঁছে যায় কেউ কেউ
হয়তো কোনো স্বপ্নের বন্দরে।
আগুনের পাশে বসে কেউ
শ্লথ উরু দুটি নেড়ে
হয়তো স্বপ্নসুখ খুঁজে ফিরে।
সুখের খোঁজে কখনো রফিক নগ্ন হয়ো না একেবারে।
২
কামনার মাতাল আগুনে
পুড়ে যায় সব দ্বিধা
লজ্জা ভয় মান অপমান।
আদিম উল্লাসে মাতে মন
চোখ বুজে উচ্চস্বরে
গায় ভোগ বাসনার গান।
মাতাল আগুনে রফিক কখনো পুড়িয়ো না প্রাণ।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৮
সায়ন্তন রফিক বলেছেন: সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ।
২| ২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫
দিশেহারা রাজপুত্র বলেছেন: অভিনন্দন ও ভালো লাগা।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ২৮ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৬
মনস্বিনী বলেছেন: চতুর্থ কাব্য গ্রন্থের জন্যে অভিনন্দন। ভালো লাগলো।
২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:০০
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩১
রুদ্র জাহেদ বলেছেন: অভিনন্দন, ভালো লাগল কবিতা
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৫
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৯
আরজু পনি বলেছেন: অভিনন্দন রইল ।
আমার এই পোস্টটা আপনার কাজে লাগতে পারে...
♣অমর একুশে গ্রন্থমেলা ২০১৬'তে সামহোয়্যার ইন ব্লগারদের বই ♣