![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এটি আমার তৃতীয় কাব্যগ্রন্থ। বেরিয়েছে এবার।
প্রকাশক : স্বরব্যঞ্জন
প্রচ্ছদ : সায়ন্তন রফিক
বইয়ের ধরন : কাব্যগ্রন্থ
প্রাপ্তিস্থান : পাঠশালা, ২২, আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা।
বইমেলায় স্টল নম্বর : ৩৯৩
মূল্য : ১২৫ টাকা
এ গ্রন্থের একটি কবিতা-
মায়াবী শব্দেরা
অজস্র মায়াবী শব্দ
প্রতিদিন আলোড়িত করে আমার চেতনার প্রাঙ্গণ।
কুশলী নর্তকী কেউ
নূপুরের নিপুণ নিক্বণে পেরিয়ে যায় রুদ্ধ কপাট
নিবিড় গোপন প্রকোষ্ঠের।
করুণ বেহাগ কেউ
এস্রাজে সুরের ইন্দ্রজালে একাকী সন্ধ্যায়
প্রাণের গভীরে ছুঁয়ে যায় নিবিড় মায়ায়।
ভোরের ভৈরবী কেউ
আত্ম নিবেদনে মগ্ন হয়ে আমাকে বিবশ করে
গভীর গোপন আলিঙ্গনে।
এই সব শব্দের মায়ায়
সারাক্ষণ ডুবে থাকি কবিতায়।
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ ।
২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮
সুমন কর বলেছেন: শুভকামনা রইলো...
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৩
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
মারুফ তারেক বলেছেন: ভালো লাগল
শুভকামনা জানবেন ভাই।।
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা থাকলো।
৪| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০
মনস্বিনী বলেছেন: "ভোরের ভৈরবী কেউ
আত্ম নিবেদনে মগ্ন হয়ে আমাকে বিবশ করে
গভীর গোপন আলিঙ্গনে।"- খুব সুন্দর।
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সায়ন্তন রফিক বলেছেন: বিশেষ অংশ উদ্ধৃত করে মন্তব্য করায় খুশি হলাম। আপনাকে অনেক ধন্যবাদ।
৫| ৩০ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪১
বিজন রয় বলেছেন: অভিনন্দন!!
৩০ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৬| ৩১ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৪২
কথাকথিকেথিকথন বলেছেন: অভিনন্দন এবং শুভ কামনা রইলো ।
০১ লা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৯
রাজিব হোসেন পানি বলেছেন: ভালো হয়েছে ......