![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় কবিতা উৎসব চলছে। এখন আর টানে না। আমার কাছে কবিতাকে উৎসবের ব্যাপার মনে হয় না। কবিতা হচ্ছে নিভৃতবাসিনী। কেন? সে প্রসঙ্গে না হয় অন্য একদিন। কাল কবিতা উৎসবে না গিয়ে কবিতার সাথে সময় কাটিয়েছি গোপনে নির্জনে। হঠাৎ কবিতার এক বিশেষ রূপ মনে পড়লো। সে রূপ আমাকে প্রথম দেখায় সৈয়দ শামসুল হক। পরে দেখেছি ইংরেজি কবিতায়। ইংরেজি কাব্যকারেরা সে রূপ অনেক আগেই দেখেছিলেন।পরবর্তী সময়ে আনিসুল হককেও এ রূপ আঁকতে দেখেছি। আমিও কাল নির্জনে কবিতাকে তেমন রূপে দেখতে চাইলাম। কবিতা আমার কথা রেখেছে। সে রূপটাই তুলে ধরছি।
কাল সারারাত আমি তোমার জন্যে কাঁদলাম
কাঁদলাম কাল সারারাত আমি তোমার জন্যে
তোমার জন্যে কাঁদলাম কাল সারারাত আমি
আমি কাল সারারাত তোমার জন্যে কাঁদলাম
কাঁদলাম আমি কাল সারারাত তোমার জন্যে
সারারাত তোমার জন্যে কাঁদলাম আমি কাল
তোমার জন্যে কাঁদলাম আমি কাল সারারাত
কাল সারারাত তোমার জন্যে কাঁদলাম আমি
আমি তোমার জন্যে কাঁদলাম কাল সারারাত
কাঁদলাম সারারাত আমি তোমার জন্যে কাল।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৭
সায়ন্তন রফিক বলেছেন: চোখের জল শুকিয়ে গেছে ভোরে।
২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৫
ভুমিসংকর বলেছেন:
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬
সায়ন্তন রফিক বলেছেন: এগুলোর মানে বুঝতে পারি না মোটেই ।
৩| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৬
রাইসুল ইসলাম রাণা বলেছেন: সত্যিই কবিতার রূপ আমায় বিমোহিত করে খুব।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯
সায়ন্তন রফিক বলেছেন: তাই বলে কবিতার এই রূপ !
৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৪
মনস্বিনী বলেছেন: কেন এত কান্না? কবিতার এমন রূপ যে আছে জানতাম না।
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৩
সায়ন্তন রফিক বলেছেন: সে চলে গেছে বলে। বিখ্যাত ব্যক্তিরা কবিতার যে রূপই আঁকুন না কেন, অনেকের মুখেই শোনা যায় 'ধন্য ধন্য'।
৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২
রাইসুল ইসলাম রাণা বলেছেন: সত্যিই খুব বিমোহিত হই কবিতার রূপে। এবার?
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৬
সায়ন্তন রফিক বলেছেন: আমি যা পোস্ট করেছি, তাকে আমি কবিতা বলি না। শুধু দেখিয়েছি কবিতার নামে এমন কিছুও লেখা হয়। ধন্যবাদ।
৬| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১৯
বার্ণিক বলেছেন: এটা আবার কেমন কবিতা!
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৫
সায়ন্তন রফিক বলেছেন: এটা কোনো কবিতা নয়। কবিতার নামে যা হয়, তার উদাহরণ মাত্র।
©somewhere in net ltd.
১|
০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:২৮
চাঁদগাজী বলেছেন:
চোখের জল মুছে ফেলুন, সবই আছে ভুবনে।