![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১১
কাঁধে ঠোঁট উষ্ণ শ্বাস
চিবুকের প্রান্তে
জাগে ভয় ।
নষ্ট শরীরের বুঝি
অন্তিম সময় ।
১২
অজস্র শরীর দেখি
লেলিহান তবু
তাপ নেই ।
শানিত বর্ষা নদীতে
তবু জল নেই ।
১৩
মরণ বাঁশির সুর
ভেসে আসে কানে
বুক কাঁপে ।
তবুও শরীর কেন
মত্ত থাকে পাপে ।
১৪
তোমার পায়ের ধ্বনি
শুনি মনে হয়
দীর্ঘশ্বাস ।
তবু মেয়ে তুমি যেন
কার সর্বনাশ ।
১৫
অবাক নীরব তুমি
আমি কোলাহল
অবিরাম ।
সময়ের বুকে রবে
লেখা কার নাম ?
(গ্রন্থ – বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা)
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৩
প্রথম বাংলা বলেছেন: মরণ বাঁশির সুর
ভেসে আসে কানে
বুক কাঁপে ।
তবুও শরীর কেন
মত্ত থাকে পাপে ।
সুন্দর
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৬
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩২
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৫
বার্ণিক বলেছেন: পঞ্চপদীগুলো বেশ ভাল।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৪
মনস্বিনী বলেছেন: আপনার পঞ্চপদীগুলো সত্যি সুন্দর।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
বিজন রয় বলেছেন: সুন্দর।++
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৬
অগ্নি কল্লোল বলেছেন: অনেক সুন্দর অণুকাব্য গুলো।