![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬
বিপুল বাতাস এসে
বালিতে চুমুতে
প্রেম আঁকে ।
নিঃসঙ্গ পথিক খুঁজে
শান্তি কোনো বাঁকে ।
১৭
খুঁজছি নিজ কণ্ঠস্বর
বিশাল বিশ্বের
কোলাহলে ।
নৈঃশব্দ জানিয়ে দেয়
পাবে নষ্ট হলে ।
১৮
বিশুদ্ধ অশ্রুর স্বাদ
জিভে লেগে আছে
বিষাদের ।
বিবর্ণ শয্যায় খোঁজে
ঘ্রাণ অমৃতের ।
১৯
নিসর্গে অভ্যাসে মেলে
পাখা বিহঙ্গেরা
প্রতিদিন ।
ফল ফসলের ক্ষেত
পায় যতদিন ।
২০
বঞ্চনার তীব্র বিষ
স্নায়ুর গভীরে
দেয় হানা ।
বঞ্চিতের রক্তে বয়ে
যায় নোনা ফেনা ।
( গ্রন্থ – বিচ্ছিন্ন ভাবনার পঞ্চপদী গুচ্ছ এবং একটি কালের কড়চা )
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪১
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১
দর্শনপ্রিয়কার্তিকেয় বলেছেন: অসাম
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৬
সায়ন্তন রফিক বলেছেন: মন্তব্যের জন্যে ধন্যবাদ।
৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০০
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: দারুন।++্
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৫
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৮
বার্ণিক বলেছেন: সবই ভাল লাগছে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২১
মনস্বিনী বলেছেন: সুন্দর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪
সায়ন্তন রফিক বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪০
বিজন রয় বলেছেন: সুন্দর। ++